Home অর্থনীতি ডিএসইতে উত্থান, সিএসইতে পতন

ডিএসইতে উত্থান, সিএসইতে পতন

by Shohag Ferdaus

শুরুতে বড় উত্থানের আভাস দিলেও লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নামমাত্র উত্থান হয়েছে। তবে দরপতন হয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)।

২৩ আগম্ট লেনদেনের প্রথম মিনিটেই ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট বেড়ে যায়। সূচকের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকায় এক পর্যায়ে সূচকটি ৫০ পয়েন্ট পর্যন্ত বাড়ে। কিন্তু শেষ ঘণ্টায় এসে একের পর এক প্রতিষ্ঠানের দরপতন হতে থাকে। এতে নিম্নমুখী হয়ে পড়ে সূচক। ফলে দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে চার হাজার ৭৯৪ পয়েন্টে উঠে এসেছে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৫০ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৭ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই কমেছে ৩১ পয়েন্ট। বাজারে লেনদেন হয়েছে ৩০ কোটি ৭ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ২৭০টি প্রতিষ্ঠানের মধ্যে ১২২টির দাম বেড়েছে। কমেছে ১১৯টির এবং ২৯টির দাম অপরিবর্তিত রয়েছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like