ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেই চমক দেখালেন তিনি। দেখিয়ে দিলেন, তাঁর অভিনয় দক্ষতা। যখন ঢালিউড ভুগছিলো ভালো মানের অভিনেতা, সেই খরা অনেকটাই কেটে গেল তাঁর রাজকীয় আগমনে। তাঁর অভিনয় নৈপুন্যের গুণে দর্শককে বিস্মিত করে দিয়েছেন।
বলছিলাম, বর্তমানে বাংলা সিনেমায় শীর্ষ নায়কদের একজন, ‘প্রেমচোর’ চলচ্চিত্রের মধ্যদিয়ে ঢালিউডে যাত্রা শুরু করা আলোচিত নায়ক শান্ত খানের কথা। অল্প সময়ে দর্শক হৃদয় কেড়েছেন ঢালিউডের এই সুপারস্টার।
ঢাকাই ছবিতে নবাগত নায়ক বা নায়িকাদের দাপট বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। সম্প্রতি বাংলা চলচ্চিত্র শিল্পে যে ক’জন নতুন অভিনেতা এসেছেন তাদের মধ্যে শান্ত খান অন্যতম। এখন বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় নিয়ে তিনি ব্যস্ত পার করছেন।
এ প্রসঙ্গে বাংলা সিনেমার সুপার হিরো শান্ত খান বলেন, বর্তমানে বেশ কয়েকটি চলচ্চিত্রের কাজ চলছে। প্রতিদিনই কোনো না কোনো চলচিত্রে শুটিং থাকে। যার কারণে অনেক ব্যস্ত সময় কাটছে। শুটিং এর সিডিউল দিতেও হিমশিম খেতে হচ্ছে বলেও জানান তিনি।
নারীর প্রতি সহিংসতা রোধের অঙ্গীকার নিয়ে নির্মাণ হতে যাওয়া চলচ্চিত্র ‘বুবুজান’-এ অভিনয় করছেন জনপ্রিয় সুপারহিট নায়ক শান্ত খান। তাঁর সঙ্গে নায়িকা হিসেবে অভিনয় করবেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার প্রথম রানার্সআপ নিশাত নাওয়ার সালওয়া। ‘বুবুজান’ শাপলা মিডিয়া’র নতুন চলচ্চিত্র।
এছাড়া ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’, ‘শুভ সকাল’, ‘ধামাকা’, ‘গ্যাংস্টার’, ‘৭১ এর ইতিহাস’ এবং ‘প্রিয়া রে’ চলচ্চিত্রে দীঘির সঙ্গে জুটিবদ্ধ হয়ে শান্ত খান ইতোমধ্যে কাজ শুরু করেছেন। এই ৬টি চলচ্চিত্রেই নায়ক শান্ত খানের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন দীঘি।
স্টোরি স্প্ল্যাশ প্রোডাকশনের ব্যানারে কাজ শুরু হওয়া ‘টুঙ্গীপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্রে পরিচালক হিসেবে থাকছেন সেলিম খান। এ সিনেমার প্রযোজক পিংকি খান।
রাসেল এন্টারপ্রাইজের ব্যানারে নির্মিত হবে ‘শুভ সকাল’। এ চলচ্চিত্রটি পরিচালনা করবেন কাজী হায়াত। আর এটির প্রযোজক নাসির উদ্দিন। ব্যতিক্রমী গল্প নিয়ে নির্মিত হবে চলচ্চিত্রটি।
নীপা চলচ্চিত্রের ব্যানারে ‘ধামাকা’পরিচালনা করবেন মালেক আফসারী। এ চলচ্চিত্রেও থাকবে অনেক বড় চমক।
রাসেল চলচ্চিত্রের ব্যানারে শাহীন সুমন পরিচালনা করবেন ‘গ্যাং স্টার’।
বিল্ডাস ইন্টারন্যাশনালের ‘৭১ এর ইতিহাস’ চলচ্চিত্রটি পরিচালনা করছেন শামীম আহমেদ রনি’। এ চলচ্চিত্রের প্রযোজক কাজী মিজানুর রহমান।
ভুঁইয়া এন্টারপ্রাইজের ব্যানারে নির্মিত হবে ‘প্রিয়া রে’। এই চলচ্চিত্রটি পরিচালনা করবেন পুজন মজুমদার। আর প্রযোজক হিসেবে থাকছেন মো: আফছার উদ্দিন ভুঁইয়া।
ঢাকাই চলচ্চিত্রে নবাগত হিসেবে শান্ত খানের এখন পর্যন্ত কোনো অবসর নেই। গত বছর থেকেই তিনি টানা কাজ করে চলেছেন। গেল জুলাই মাসে ‘৭১-এর ইতিহাস’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন তিনি। নিজেদের প্রযোজনা প্রতিষ্ঠান ‘শাপলা মিডিয়া’র বাইরে এটিই শান্ত খানের প্রথম চলচ্চিত্র। এই চলচ্চিত্রে কিশোর মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন শান্ত খান।
স্প্ল্যাশ মিডিয়ার চলচ্চিত্র ‘বিক্ষোভ’-এ ইন্দো কানাডিয়ান অভিনেত্রী সানি লিওনের বিপরীতেও পারফর্ম করেছেন শান্ত খান। শামীম আহমেদ রনির গল্পে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। গত বছরের সেপ্টেম্বরের ৯ থেকে ১১ তারিখ পর্যন্ত মুম্বাইয়ে সানি লিওনের আইটেম গানের দৃশ্যধারণ করা হয়। শ্রাবন্তী-শান্ত ছাড়াও ছবিতে এই চলচ্চিত্রে পারফর্ম করছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। তিনি যে গানে পারফর্ম করছেন, সেটি গেয়েছেন বাংলাদেশের কোনাল।
২০১৯ সালের ৫ ডিসেম্বর ‘প্রেমচোর’ চলচ্চিত্রের মধ্য দিয়ে ঢালিউডে যাত্রা শুরু করেন শান্ত খান। এ চলচ্চিত্রে শান্ত খানের সঙ্গে জুটি বাঁধেন ভারতের নেহা আমানদীপ। এ ছাড়া অভিনয় করেন ভারতের রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত, বাংলাদেশের সাদেক বাচ্চু, অরুণা বিশ্বাস, বড়দা মিঠু এবং ডিজে সোহেলসহ আরো অনেকে।
সুপারস্টার শান্ত খান প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ও শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের কর্ণধার সেলিম খানের ছেলে।
ভয়েসটিভি/এএস