Home বিনোদন বঙ্গোপসাগরের নির্জন দ্বীপে সিনেমা বানাবেন শিমুল

বঙ্গোপসাগরের নির্জন দ্বীপে সিনেমা বানাবেন শিমুল

by Roman Kabir

ঢালিউডের পরিচিত অভিনেতা শিমুল খান এবার সিনেমা বানাবেন।  তিনি ইতোমধ্যে  প্রায় অর্ধশতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে ৩৫টি ছবি মুক্তি পেয়েছে । বাকিগুলো মুক্তির অপেক্ষায় আছে।

২০১৩ সালে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘দেহরক্ষী’ চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন শিমুল খান।  শিমুল খান নির্মত প্রথম সিনেমার নাম ‘সাদা মনোলিথ: দ্য হোয়াইট মনোলিথ’। গত ১১ জানুয়ারি প্রযোজনা প্রতিষ্ঠান ‘মীর শহীদ পিকচার্স’-এর সঙ্গে সিনেমাটির নির্মাতা ও কাহিনিকার হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

সিনেমা নির্মাণ প্রসঙ্গে অভিনেতা শিমুল খান বলেন, ‘আসলে অনেক আগেই লক্ষ্য নির্ধারণ করেছিলাম যে, একদিন অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণ করব। তবে এত দ্রুত কাজটি শুরু করব, ভাবিনি।

তিনি বলেন, ‘করোনা পরিস্থিতি আর সবার মতো আমার জীবনের গতিপথও দ্রুত পাল্টে দিয়েছে। তাই সময় নষ্ট না করে শুরু করে দিলাম। বাঁচবোই বা কয়দিন! অভিনেতা হিসেবে আমার সকল অতীত ভুলত্রুটিগুলোকে দূরে ঠেলে, চলচ্চিত্র নির্মাতা হবার এই মহাযাত্রায় আমি সবাইকে নিবিড়ভাবে পাশে চাই।’

এখনই সিনেমায় কারা অভিনয় করবেন এ ব্যপারে কিছু জানাতে চাননা শিমুল খান। তবে তিনি জানান দেশের জনপ্রিয় এক নায়িকার সঙ্গে জুটি বেঁধে টিভি নাটকের দাপুটে একজন অভিনেতা অভিনয় করবেন।

আগামী ১ মার্চ  থেকে বঙ্গোপসাগরের নির্জন দ্বীপে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন শিমুল খান।

‘সাদা মনোলিথ’ সিনেমাটি বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিয়ে যেতে চান শিমুল। তিনি জানান, এর আন্তর্জাতিক পরিবেশক হিসেবে থাকবে মার্কিন প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান মাংকি ফিল্মস আইএনসি। উৎসব ঘোরা শেষে সিনেমাটি মুক্তি পাবে দেশের প্রেক্ষাগৃহ, টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্মে।

শিমুল খান অভিনয়ের পাশাপাশি লেখক হিসেবেও পরিচিত।তার প্রথম কাব্যগ্রন্থ ‘সভ্যতার ময়নাতদন্ত’।

ভয়েসটিভি/আরকে

You may also like