Home বিনোদন পরিস্থিতি ‘স্বাভাবিক’ থাকলে খুলে দেয়া হবে সিনেমা হল

পরিস্থিতি ‘স্বাভাবিক’ থাকলে খুলে দেয়া হবে সিনেমা হল

by Newsroom
সিনেমা হল

সারাদেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামী ১৬ অক্টোবর থেকে সারাদেশে খুলে দেয়া  হতে পারে সিনেমাহল। সোমবার সচিবালয়ে সিনেমাহল মালিকদের সাথে বৈঠক শেষে এমনই ইঙ্গিত দিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ।

 ২১ সেপ্টেম্বর সোমবার সিনেমা হল মালিকদের সাথে বৈঠক শেষে মন্ত্রী বলেন, দেশের পরিস্থিতি যদি স্বাভাবিক থাকে তাহলে শর্ত সাপেক্ষে আগামী ১৬ অক্টোবর সিনেমাহলগুলো খোলা যেতে পারে। সেক্ষেত্রে ধারণক্ষমতার অর্ধেক দর্শক নিয়ে হল চালাতে হবে

বর্তমানে করোনা পরিস্থিতি স্বাভাবিক। সব কিছুই প্রায় খুলে দেয়া হচ্ছে। সামগ্রিক বিষয় বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত সাপেক্ষে আমরা করণিয় ঠিক করবো, যোগ করেন হাসান মাহমুদ।

আরও পড়ুন- সিনেমা হল খুলে দেয়ার দাবি চলচ্চিত্র সংশ্লিষ্টদের

 চীনের উহান শহর থেকে প্রাণঘাতী মহামারি বাংলাদেশে ছড়িয়ে পড়ার পর গত ১৮ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয়েছিল বাংলাদেশের সিনেমা হল। কিন্তু দেশে বিপণিবিতান-গণপরিবহনসহ প্রায় সব কিছুই এখন চালু রয়েছে।

এরই প্রেক্ষিতে সিনেমাহল খোলার দাবি জানিয়ে আসছিল সংস্লিস্টরা। অন্যদিকে শীতকালে এই ভাইরাস আরও জেঁকে বসতে পারে বাংলাদেশে, এমন সতর্কতা এসেছে খোদ সরকার প্রধানের কাছ থেকেই। সেক্ষেত্রে সিনেমা হল খুলবে কি খুলবে না তা নিশ্চিত হতে তাকিয়ে থাকতে হবে পরিস্থিতির দিকে।

ভয়েস টিভি/ডিএইচ

You may also like