Home সারাদেশ ডিজির কর্মসূচি বয়কট; পাবনার সিভিল সার্জনকে প্রত্যাহারের দাবি

ডিজির কর্মসূচি বয়কট; পাবনার সিভিল সার্জনকে প্রত্যাহারের দাবি

by Newsroom

পাবনায় স্বাস্থ্য বিভাগের অনিয়ম দুর্নীতি ও ব্যর্থতা ঢাকতে সাংবাদিকদের স্বাস্থ্য মহাপরিচালকের মুখোমুখি হতে দেয়নি সিভিল সার্জন।

এ জন্য বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল স্বাস্থ্য মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম এর মতবিনিময় সভা থেকে মিডিয়া কর্মীদের বের করে দেন বলে অভিযোগ করেছেন স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।

এ ঘটনার প্রতিবাদে স্বাস্থ্য মহাপরিচালকের সব কর্মসুচি বয়কট করেন  ও  সিভিল সার্জন ডা. মেহেদী ইকবালকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের দাবি জানান সাংবাদিকরা।

স্থানীয় সাংবাদিকরা জানান, স্বাস্থ্য মহাপরিচালক বৃহস্পতিবার  পাবনার সিভিল সার্জন অফিস, পাবনা মেডিকেল কলেজ, পাবনা মানসিক হাসপাতাল, পাবনা টিবি ক্লিনিক ও ২৫০ শয্যার পাবনা জেনারেল হাসপাতাল পরিদর্শনে আসেন। এ উপলক্ষে সকাল ৯টার দিকে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ সুধীজনের সঙ্গে বৈঠকে বসেন তিনি।

এ সভায় সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হলে সাংবাদিকরা উপস্থিত হন। কিন্ত সভা চলাকালে পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল স্বাস্থ্য মহাপরিচালকের উপস্থিতিতে আকষ্মিকভাবে সাংবাদিকদেরকে সভা থেকে বের করে দেন।

এ ঘটনায়  উপস্থিত সাংবাদিক নেতারা  প্রতিবাদ জানিয়ে বলেন, ১৭ জেলার পুরোনো জেলা পাবনা। সিভিল সার্জনের অযোগ্যতা ও ব্যর্থতায় এই জেলায় এখন পর্যন্ত পিসিআর ল্যাব বা কোভিড টেস্টের কোন ব্যবস্থা হয়নি। জেলার নয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোন চিকিৎসা নেই। এ ছাড়া নানা ধরণের অনিয়ম ও দুর্নীতিতে  ডুবে গেছে স্বাস্থ্য বিভাগ। নিজেদের অনিয়ম, দুনীতি ও ব্যর্থতা ঢাকতে সাংবাদিকদের ডিজির মুখোমুখি হতে দেয়নি সিভিল সার্জন।

এ ব্যাপারে স্বাস্থ্য মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমকে কয়েকবার ফোন দিলে তিনি ক্ষুদে বার্তায় বক্তব্য জানাতে বলেন।

ভয়েস টিভি/ডিএইচ

You may also like