Home চিকিৎসা নীলফামারীর নতুন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির

নীলফামারীর নতুন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির

by Shohag Ferdaus

নীলফামারী জেলার নতুন সিভিল সার্জন হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. মো. জাহাঙ্গীর কবির। ১৭ আগস্ট সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ইস্যু করা এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।

ডা. মো. জাহাঙ্গীর কবির বর্তমানে স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (কো-অর্ডিনেশন) হিসেবে কর্মরত আছেন। নীলফামারীর সিভিল সার্জন অবসরে গেলে পদটি শূন্য হয়। তিনি রাশেবুল হোসেনের স্থলাভিষিক্ত হবেন।

করোনা আক্রান্তের কারণে রাশেবুল হোসেন বর্তমানে নিজ বাসায় চিকিৎসাধীন আছেন। তার অবর্তমানে জেলা স্বাস্থ্য বিভাগের দাফতরিক কাজ পরিচালনা করছেন নীলফামারী জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ কনসালট্যান্ট জাহাঙ্গীর আলম।

সেবা বিভাগের পারসোনাল-২ অধিশাখার উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, পুনরাদেশ না দেয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাকে তার নামের পাশে বর্ণিত পদ কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো। তিনি আগামী সাত কর্ম দিবসের মধ্যে বদলি করা কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৮ম কর্ম দিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি মর্মে গণ্য হবেন।

এতে আরও বলা হয়েছে, অবমুক্তির সময় তিনি বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণের পাশাপাশি এইচআরএম ডাটাবেজ থেকে মুভ আউট হবেন এবং নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যস্ত হওয়া বিভাগে/কর্মস্থলে মুভ ইন হবেন।

ভয়েস টিভি/নিজস্ব প্রতিবেদক/এসএফ

You may also like