Home খেলার খবর ৮ উইকেটের বড় হারে সিরিজ হারাল বাংলাদেশ

৮ উইকেটের বড় হারে সিরিজ হারাল বাংলাদেশ

by Imtiaz Ahmed

হতাশার ব্যাটিং। এরপর বল হাতে দারুণ শুরুর পর ক্রমেই নিস্তেজ হতে থাকলো বাংলাদেশ দল। চললো ক্যাচ মিসের মহরা। এতে যা হওয়ার কথা, সেটাই হলো। আরেকটি হতাশার গল্প লিখে পাকিস্তানের বিপক্ষে হার মেনে নিল বাংলাদেশ।

শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। এই হারে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারল মাহমুদউল্লাহ রিয়াদের দল।

আগামী ২২ নভেম্বর অনুষ্ঠেয় সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি পরিণত হলো নিয়ম রক্ষার ম্যাচে।

বাংলাদেশের দেয়া ১০৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাবর আজমকে হারায় পাকিস্তান। মোস্তাফিজুর রহমানের শিকার হয়েছেন তিনি আগের ম্যাচের মতো প্রায় একই ঢঙে, মাত্র ১ রান করে ইনসাইড এজ হয়েছেন তিনি। এরপরই ব্যাট করছেন রিজওয়ান ও ফখর।

এরইমধ্যে ফখর জামানের সহজ ক্যাচ মিস করেছেন সাইফ হাসান। আমিনুল ইসলাম বিপ্লবের বলে স্কয়ার লেগে ক্যাচ তুলেছিলেন তিনি। কিন্তু সহজ ক্যাচটি সাইফ হাসান মিস করার বাংলাদেশও হারায় ম্যাচে ফিরে আসার সুযোগ।

You may also like