Home সারাদেশ সিলেটের সড়কে ঝরে গেলো ৩ প্রাণ

সিলেটের সড়কে ঝরে গেলো ৩ প্রাণ

by Newsroom
ফেনীতে

সিলেট: বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সড়কে ঝড়ে গেলো ৩ প্রাণ। দুর্ঘটনাটি ঘটেছে সিলেটের গোলাপগঞ্জে। এসময় বেশ কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

শনিবার সকালে সিলেটের গোলাগঞ্জের চৌঘরী বাজারে এ দুর্ঘঘটনা ঘটে। আহতদের সিলেট ওসামনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ থানার ওসি মো. হারুনুর রশিদ চৌধুরী।

পুলিশ জানায়, সকালে সিলেটের দিকে যাচ্ছিল একটি সিএনজি অটোরিকশা। চৌঘরী বাজারে আসার পর বিয়ানীবাজারগামী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজি অটোরিকশার তিন যাত্রী। হতাহতদের বাড়ি গোলাপগঞ্জে।

ভয়েস টিভি/টিআর

You may also like