Home সারাদেশ ময়মনসিংহে সীমান্ত থেকে ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

ময়মনসিংহে সীমান্ত থেকে ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

by Shohag Ferdaus
সীমান্ত

ময়মনসিংহের ধোবাউড়ায় ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের ৬ ফুট ভেতর থেকে ক্ষতবিক্ষত একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ৩ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ১ নম্বর দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের দিঘলবাগ গ্রামের সীমান্ত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

৪ নভেম্বর রাতে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ভয়েস টেলিভিশনকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ধোবাউড়া থানার ওসি (তদন্ত) চাঁদ মিয়া জানান, বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে উলঙ্গ অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। ওই ব্যক্তির শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন দেখা গেছে। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে উদ্ধারকৃত ওই ব্যক্তির নাম ঠিকানা এখনো জানা যায়নি।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ভয়ের টেলিভিশনকে বলেন, সীমান্তের প্রত্যন্ত এলাকায় মরদেহটি কয়েকদিন ধরে পড়ে ছিল। জানতে পেরে তাৎক্ষণিক বিজিবি ও বিএসএফকে নিয়ে ঘটনাস্থলে গিয়েছি। তবে বিএসএফ মরদেহটি চিনতে পারেনি।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি পাগল ছিলেন। হয়তো সীমান্তে প্রবেশের চেষ্টা করছিলেন তখন কাটাতারের বেড়ার আঘাতে মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর অন্য কোনো রহস্য আছে কিনা তা এখনই বলা যাচ্ছে না। তবে মরদেহ ময়নাতদন্ত শেষে ঘটনার রহস্য উদঘাটন করা হবে বলেও জানান তিনি।

ভয়েস টিভি/এসএফ

You may also like