Home ধর্ম সীমিত আকারে চালু হবে ওমরাহ

সীমিত আকারে চালু হবে ওমরাহ

by Newsroom
সীমিত আকারে

করোনার মাঝেও সীমিত আকারে ওমরাহ হজ্জ চালুর পরিকল্পনা করছে সৌদি আরব সরকার। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করার অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশটি।

দীর্ঘদিন বন্ধ থাকার পর  দেশটির নাগরিকদের সুযোগ দেওয়ার মধ্য দিয়ে খুব শিগগিরই পবিত্র ওমরাহ হজ্জ কার্যক্রম চালু হবে বলে খবর  প্রকাশ করেছে  গালফ নিউজ।

এতে বলা হয়,  রোববার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক ফ্লাইটের ওপর থেকে আংশিক বিধিনিষেধ তুলে নেয়া হয়েছে। আর আগামী বছরের প্রথম দিন থেকে পুরোপুরি ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।

গালফ নিউজ জানিয়েছে, নির্দিষ্ট শর্ত মেনে স্থানীয় মানুষজন ওমরাহ হজ্জ পালন করতে পারবেন। তবে ওমরাহ হজের জন্য হাজিদের অবশ্যই করোনা নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে।

করোনাভাইরাস সতর্কতামূলক পদক্ষেপ ও প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনেই ওমরাহ চালু করা হবে। হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবিষয়ে শর্তাদি শিগগির ঘোষণা করবে।

এজন্য একটি মোবাইল অ্যাপ থাকবে যেখানে প্রত্যেকের হজের তারিখ ও সময় নির্দিষ্ট করা থাকবে। সব শর্ত পূর্ণ করলেই কেবল ওমরাহ হজের অনুমোদন দেওয়া হবে।

ভয়েস টিভি/টিআর

You may also like