Home প্রবাসী সুইজারল্যান্ডের সংসদ নির্বাচনে প্রথম বাংলাদেশি প্রার্থী

সুইজারল্যান্ডের সংসদ নির্বাচনে প্রথম বাংলাদেশি প্রার্থী

by Shohag Ferdaus
সুইজারল্যান্ডের

সুইজারল্যান্ডের আসন্ন পার্লামেন্ট নির্বাচনে প্রথম বাংলাদেশি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আনোয়ার হোসেন। তিনি ব্যাসেল সিটি থেকে সিভিপি পার্টির মনোনীত প্রার্থী। আগামী ২৫ অক্টোবর সুইজারল্যান্ডের পার্লামেন্ট নির্বাচন অনুষ্টিত হবে।

আনোয়ার হোসেনের বাড়ি কুমিল্লা জেলার লাকসাম উপজেলার ফাতেহপুর গ্রামে। আনোয়ার সুইজারল্যান্ডের স্থায়ী বাসিন্দা তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ব্যক্তিগত জীবনে দুই কন্যা সন্তানের জনক তিনি।

তার শ্বশুর-শাশুড়ি সুইজারল্যান্ডের রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত। তারা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন থেকেই। রাজনৈতিক পরিবারের জামাই হিসেবে আনোয়ার হোসেন এবারের নির্বাচনে মনোনয়ন পেয়েছেন।

পৃথিবীর অন্যতম শান্তিপ্রিয় ও সমৃদ্ধশালী রাষ্ট্র সুইজারল্যান্ড। ইউরোপের হার্ট হিসেবে খ্যাত এ রাষ্ট্রটিতে প্রতি ৪ বছর পরপর পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমে ১১০ জন সংসদ সদস্য নির্বাচিত হন। ৪টি রাজনৈতিক দল ঐক্যমতের ভিত্তিতে পর্যায়ক্রমে সরকার পরিচালনার দায়িত্ব পালন করে।

সুইস সরকারের অন্যতম বৈশিষ্ট্য হলো- প্রতি বছর ১ জানুয়ারি রাষ্ট্রপতি পরিবর্তন হয়। চার দলের ঐক্যমতের ভিত্তিতে গঠিত মন্ত্রী পরিষদের ১ জন সদস্য এক বছরের জন্য প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

ভয়েস টিভি/এসএফ

You may also like