Home সারাদেশ সুনামগঞ্জে হাওরে বজ্রপাতে জেলে নিহত

সুনামগঞ্জে হাওরে বজ্রপাতে জেলে নিহত

by Amir Shohel

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে মিন্টু মিয়া (৩০) নামের এক জেলে নিহত হয়েছেন। ৬ সেপ্টেম্বর রোববার ভোরে উপজেলার আমারপুর এলাকার দেখার হাওরে এ ঘটনা ঘটে।

নিহত মিন্টু পশ্চিম পাগলা ইউনিয়নের ইসলামপুর (নোয়াবাড়ি) গ্রামের রইব্বা মিয়ার ছেলে। এসময় আরও তিনজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো আজ ভোরে দেখার হাওরে মাছ ধরতে যান একদল জেলেরা। হঠাৎ আবহাওয়ার অবস্থা খারাপ হওয়ায় নৌকা যোগে বাড়ি ফেরার পথে হাওরে বজ্রপাতে নিহত হন মিন্টু মিয়া।

এসময় ইসলামপুর (নোয়াবাড়ি) গ্রামের মহিব উল্লাহ (২০), এনামুল হক (২২), আব্দু আজিজ (২১) নামের তিন জেলে আহত হয়েছেন।

তাৎক্ষণিক হাওরে মাছ ধরতে থাকা জেলেরা তাদেরকে উদ্ধার কৈতক ২০ শয্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিন্টুকে মৃত ঘোষণা করেন।

এরমধ্যে গুরুতর আহত আবদুল আজিজকে ছাতক থানাধীন কৈতক ২০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দক্ষিণ সুনামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মুক্তাদির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ভয়েসটিভি/এএস

You may also like