Home অপরাধ সুন্দরবনের অভয়ারন্যে মাছ ধরাকালে ১৩ জেলে আটক

সুন্দরবনের অভয়ারন্যে মাছ ধরাকালে ১৩ জেলে আটক

by Amir Shohel

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের অভয়ারন্য এলাকায় প্রবেশ করে মাছ ধরার সময় ১৩ জন জেলেকে আটক করেছে বন বিভাগ। জব্দ করা হয়েছে তিনটি মাছ ধরার ট্রলার। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কয়লা বেহালা এলাকা থেকে তাদের আটক করা হয়।
১৩ সেপ্টেম্বর রোববার দুপুরে আটকদের সাতক্ষীরা আদালতে সোপর্দ করা হয়েছে।

আটক জেলেরা হলেন- বাগেরহাট জেলার কচুয়া উপজেলার রুহুল আমিন (৫০), বাওয়ালী মেহেদী হাসান (২১), দেলোয়ার মোল্লা (৪৫), গাউছ হাওলাদার (৩০), রুহুল আমিন মোল্লা (২৮), বাপ্পু মোল্লা (৩০), আলী আকবার মোল্লা (৩০), তানজিল বেপারী (৩০), মিজানুর মোল্লা (২৬), রবিউল হোসেন (২২), জাকির হোসেন (৫২), রবিউল শেখ (২৬) ও নুর আলী বেপারী (৫০)।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা আবুল হোসেন জানান, সুন্দরবনের প্রবেশ নিষিদ্ধ অভয়ারন্য এলাকায় ঢুকে আটক জেলেরা মাছ ধরছিলেন। খবর পেয়ে জেলার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি ফরেস্ট স্টেশনের টহল ফাঁড়ির সদস্যরা শনিবার বিকেলে তাদের আটক করেন। রোববার দুপুরে আটকদের সাতক্ষীরা আদালতে সোপর্দ করা হয়েছে। এ সময় তিনটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে।

ভয়েসটিভি/এএস

You may also like