Home ভিডিও সংবাদ সুন্দরবনে বাঘের পদচারণা

সুন্দরবনে বাঘের পদচারণা

by Amir Shohel

বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত প্রশস্ত বনভূমি সুন্দরবন। যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম। গঙ্গা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গের দুটি জেলা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাজুড়ে বিস্তৃত।

দশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ৬০১৭ বর্গকিলোমিটারই পড়েছে বাংলাদেশ অংশে।

এই বনের অন্যতম আতঙ্ক এবং আকর্ষণ হচ্ছে রয়েল বেঙ্গল টাইগার। বনজীবীদের প্রায়ই মুখোমুখি হতে হয় রয়েল বেঙ্গল টাইগারের। কখনও কৌশলে কিংবা ভাগ্যের জোরে বেঁচে ফেরে কখনও বা প্রাণ চলে যায় এই বাঘের হাতেই।

বাঘের আক্রমণের শিকারে আহত হয়ে পড়ে থাকার নজিরও রয়েছে ঢের। তবে পর্যটকদের মূল আকর্ষণ কিন্তু এই রয়েল বেঙ্গল টাইগারই। দূর থেকে দূরবীনে কিংবা খালি চোখে একটিবার বাঘের দেখা পেলেই যেন সার্থক হয় ভ্রমণ।

ভয়েসটিভি/এএস

You may also like