Home খেলার খবর সুপার ওভারে জয়ের নায়ক কোহলি

সুপার ওভারে জয়ের নায়ক কোহলি

by Shohag Ferdaus
আইপিএলে

আইপিএলে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বনাম সহ-অধিনায়কের ক্রিকেট দ্বৈরথ ছিল আবুধাবিতে। ২৮ সেপ্টেম্বর সোমবার মুখোমুখি হয় বিরাট কোহালির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স।

পেন্ডুলামের মতো দুলতে থাকা টান টান উত্তেজনার সেই ম্যাচে শেষ পর্যন্ত গড়ায় সুপার ওভারে। ম্যাচ জিতে বিস্মিত বিরাট কোহলিও। ম্যাচের পরে অনুভূতি প্রকাশ করতে গিয়ে বললেন, ‘ভাষা হারিয়ে ফেলেছি। রোলার-কোস্টারের মতো নামা-ওঠা করছিল ম্যাচের ভাগ্য। যশপ্রীতের (বুমরা) বিরুদ্ধে দারুণ একটা ম্যাচ খেললাম। এই জয় আমাদের প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস দেবে।’

তিনি বলেন, ‘আমরা পরিকল্পনামাফিক যা যা করতে চাইছিলাম, তা শেষ পর্যন্ত করতে পেরেছি। জেতার জন্য হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এই ধরনের উত্তেজনাপূর্ণ ক্রিকেট দেখতেই দর্শক পছন্দ করেন।’

আরও পড়ুন: অভিষেকে ১২ রান করা কোহলির ১২ বছর পূর্ণ

মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মারও প্রতিক্রিয়া, ‘দুর্দান্ত একটা ম্যাচ হলো।’ সুপার ওভারে ম্যাচ জিতলেও বিরাট প্রতিপক্ষের দক্ষতাকে কুর্নিশ জানাতেও ভোলেননি। আরসিবি অধিনায়কের কথায়, ‘মাঝের দিকটায় ওরা দুর্দান্ত খেলেছে।’

সুপার ওভারের প্রসঙ্গ উঠলেই কোহালি বলেন, ‘আমি ভাবছিলাম, কারা ব্যাট করতে যেতে পারে, তার পরে আমি আর এবি ডিভিলিয়ার্স নেমে পড়েছিলাম। ব্যাপারটা ছিল মাঠে নেমে দায়িত্ব নিয়ে জয় তুলে আনতে হবে। তা সম্ভব হয়েছে।’

এদিকে মুম্বাই অধিনায়ক রোহিতের প্রতিক্রিয়া, ‘শুরুতে ব্যাট করার সময়ে আমরা ম্যাচে ছিলাম না। কিন্তু তার পরে ঈশান (কিষান) ও পোলার্ড আমাদের দিকে দুর্দান্ত ভাবে ম্যাচটা নিয়ে এসেছিল। আমাদের যা ব্যাটিং শক্তি, তাতে ২০০ রান তাড়া করা যায়। কিন্তু শুরুটা ভালো না হওয়ায় আমরা ম্যাচটা জিততে পারলাম না।’

ভয়েস টিভি/এসএফ

You may also like