Home বিশ্ব সুপ্রিম কোর্টে টেকেনি ট্রাম্পের মামলা

সুপ্রিম কোর্টে টেকেনি ট্রাম্পের মামলা

by Newsroom
সুপ্রিম

মার্কিন নির্বাচনে বাইডেনের জয় পাওয়া চারটি অঙ্গরাজ্যের ভোটের ফল বাতিলের জন্যে ডোনাল্ড ট্রাম্পের আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। ‘মোশন ডিনায়েড’ আদালতের এই দুই শব্দ ট্রাম্পের সব স্বপ্ন শেষ করে দিয়েছে।

ট্রাম্পের পক্ষে টেক্সাসের অ্যার্টনি জেনারেলের করা মামলায় গুরুত্বপূর্ণ চার অঙ্গরাজ্যের ফলাফল বাতিলের আবেদন করা হয়েছিল। মামলাটিতে রাজ্যের অ্যাটর্নি জেনারেলসহ ১২৭ জন রিপাবলিকান সদস্য সমর্থন করেছিলেন। কিন্তু এতেও শেষরক্ষা হল না ট্রাম্পের।

মার্কিন নির্বাচনের ভোটের ফল পাল্টে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে আনতে করা সবচেয়ে বড় মামলাটি খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। রাজ্যগুলো হলো-  জর্জিয়া, মিশিগান, পেনসিলভেনিয়া ও উইসকনসিন। সংবাদমাধ্যম সিএনএন ও বিবিসির খবরে এসব কথা জানানো হয়েছে।

বিবিসি জানিয়েছে, মোট ১৯টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল এবং ১২৭ জন রিপাবলিকান কংগ্রেস সদস্যের সমর্থন ছিল ট্রাম্পের সমর্থনপুষ্ট মামলার পেছনে। ডোনাল্ড ট্রাম্পের পৃষ্ঠপোষকতায় ‘ব্যাটলগ্রাউন্ড’ খ্যাত চার অঙ্গরাজ্য জর্জিয়া, মিশিগান, পেনসিলভেনিয়া ও উইসকনসিনের ভোটের ফল চ্যালেঞ্জ করে টেক্সাসের আদালতে মামলাটি করা হয়। ওই চার অঙ্গরাজ্যেই জো বাইডেন জিতেছেন। সুপ্রিম কোর্ট স্থানীয় সময় ১১ ডিসেম্বর শুক্রবার মামলাটি খারিজ করে দিয়েছেন।

দেশটির সর্বোচ্চ আদালত জানিয়েছে, অন্য অঙ্গরাজ্যের ভোটের মামলা দেখার এখতিয়ার টেক্সাসের নেই। অন্য অঙ্গরাজ্য কীভাবে ভোট করবে, তা বলার আইনি ভিত্তি টেক্সাসের আদালতের নেই।

এর আগে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ট্রাম্প শিবির থেকে মামলা করে ব্যর্থতা এসেছে। কোনো তথ্য প্রমাণ ছাড়াই ভোটের ফল সুপ্রিম কোর্টে নির্ধারিত হবে বলে উল্লেখ করে আসছিলেন ট্রাম্প। এবার সেই আশার গুড় বালি।

সম্প্রতি পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে জো বাইডেনের জয় চ্যালেঞ্জ করা মামলা দুই শব্দের একটি বাক্যের রায়ে খারিজ করে দেন আদালত। রায়ে বলা হয়, ‘মোশন ডিনায়েড।’

টেক্সাসের মামলায় নয় বিচারকের বেঞ্চের সাতজনই খারিজের পক্ষে মত দেন। বাকি দুজন মতামত দেয়া থেকে বিরত থেকেছেন। এরপরও ট্রাম্প বলে আসছেন, জাল ভোটের কারণে তাঁর দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়া সম্ভব হলো না।

গত ৩ নভেম্বর নির্বাচনের পর থেকে এ পর্যন্ত ট্রাম্প ও তাঁর সমর্থকদের করা কোনো মামলাই হালে পানি পায়নি। বাইডেনের জয়ের ফল বদলানো সম্ভব হয়নি একটি অঙ্গরাজ্যেও।

নির্বাচনে ডেমোক্র্যাটিক দলীয় প্রার্থী জো বাইডেন ৩০৬টি ইলেকটোরাল কলেজ ভোট নিয়ে জয় পেয়েছেন। রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩২টি ভোট। দেশজুড়ে প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে ৭০ লাখেরও বেশি ভোট পেয়েছেন জো বাইডেন।

আগামী সোমবার ইলেকটোরাল কলেজ সদস্যরা ভোট দিয়ে নিজেদের রায় জানাবেন। আশ্চর্যজনক কিছু না ঘটলে সে রায় যে বাইডেনের পক্ষেই যাবে, তা নিশ্চিত করে বলা যায়।

আরও পড়ুন : এসপিকে আসামি করার আবেদন খারিজ

ভয়েস টিভি/এমএইচ

You may also like