Home সারাদেশ সুরমা নদীর পানি বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপরে

সুরমা নদীর পানি বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপরে

by Amir Shohel

অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে।

২৫ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ১২টায় সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্ট দিয়ে বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহামন জানান, গত ২৪ ঘন্টায় ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাতের পরিমাণ ৪শ ২৪ মিলিমিটার। আজ সকাল ৯টায় বিপৎসীমার এক সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে।

দুপুর ১২টায় সুরমা নদীর পানি বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস অনুুুযায়ী ২৬ সেপ্টেম্বর শনিবার সুরমা নদীর পানি সমতল হ্রাস পেতে পারে বলে জানান তিনি।

এদিকে ঢলে পানি বৃদ্ধি পাওয়ায় সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর-তাহিরপুর সড়কে জেলা সদরের সঙ্গে সরাসরি সড়ক পথে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

ভয়েসটিভি/এএস

You may also like