Home বিনোদন বাংলা ভাষায় দেখা যাবে ‘সুলতান সুলেমান’

বাংলা ভাষায় দেখা যাবে ‘সুলতান সুলেমান’

by Shohag Ferdaus
সুলতান সুলেমান

জনপ্রিয় তুর্কি সিরিজ ‘সুলতান সুলেমান’ এবার দেখা যাবে বাংলা ভাষায়। দীপ্ত টিভির ইউটিউব চ্যানেলে বাংলায় দেখানো হবে এই ধারাবাহিক। প্রায় ৭০০ বছর ধরে তুরস্কের অটোমান সাম্রাজ্যের রাজত্ব ছিল পৃথিবীজুড়ে। এই সাম্রাজ্যের স্বর্ণযুগ ছিল সুলতান সুলেমানের নেতৃত্বে ষোড়শ থেকে সপ্তাদশ শতাব্দী। ক্ষমতার জন্য অটোমান সাম্রাজ্যের ষড়যন্ত্রে, গুপ্তহত্যা, ভাই ও সন্তান হত্যা এবং দাসপ্রথার অন্তরালের কাহিনি নিয়ে এই মেগা সিরিয়াল।

তুরস্কের জনপ্রিয় ধারাবাহিক ‘সুলতান সুলেমান’ বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় ডাবিং করে প্রচারিত হয়েছে। বাংলাদেশের দর্শকদের কাছেও এটি দারুণ জনপ্রিয়তা পায়। বাংলাদেশের দীপ্ত টিভিতে এটি প্রচার শুরু হয় ২০১৫ সালের ১৮ নভেম্বর। ঐতিহাসিক ঘটনার ওপর ভিত্তি করে তুর্কি ভাষায় ‘সুলতান সুলেমান’ ধারাবাহিকটির নাট্যরূপ দিয়েছেন মেরাল ওকে ও ইলমাজ সাহিন।

পরিচালনা করেছেন ইয়াগমুর তাইলান, দুরুল তাইলান, মার্ত বাইকাল ও ইয়াগিজ আল্প আকাইদিন। অভিনয় করেছেন খালিদ এরগেঞ্চ, মারিয়াম উজারলি, ভাহিদে পারচিন, রাফিন ইয়ালাবিক, নুর ফেত্তাহগলু, ওকান ইয়ালাবিক, নেবাহাত চেহরে প্রমুখ।

‘সুলতান সুলেমান’ ধারাবাহিকে জীবন্ত হয়ে উঠেছে সুলতানকে প্রেমের জালে আটকে এক সাধারণ দাসীর সম্রাজ্ঞী হয়ে ওঠার কাহিনি, যার প্রতিদ্বন্দী হয়ে ওঠেন সুলেমানের প্রথম প্রেম মাহিদেভ্রান সুলতান, সুলেমানের মা আয়েশা হাফসা সুলতানা, সুলতানের বাল্যবন্ধু এবং পরবর্তী সময়ে সাম্রাজ্যের প্রধান উজির ইব্রাহিম পাশা।

সুলতান সুলেমানের জীবন অবলম্বনে তুরস্কের জনপ্রিয় মেগা সিরিয়াল ‘সুলতান সুলেমান’ এই প্রথম দেখানো হবে দীপ্ত টিভির ইউটিউব চ্যানেলে। ১ জুন মঙ্গলবার থেকে প্রতিদিন দীপ্ত টিভিতে রাত ১০টায় এবং দীপ্ত টিভির ইউটিউব চ্যানেলে রাত ১১টায় এটি দেখা যাবে।

ভয়েস টিভি/এসএফ

You may also like