Home সারাদেশ সুসাইড নোট লিখে কলেজ ছাত্রীর আত্মহত্যা

সুসাইড নোট লিখে কলেজ ছাত্রীর আত্মহত্যা

by Shohag Ferdaus
গৃহবধূর

নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়ন থেকে নুসরাত জাহান মিম (২০) নামে এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মরদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। সেখানে লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’।

২৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে হীরাপুর গ্রামের বেপারি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নুসরাত জাহান মিম প্রবাসী জামাল উদ্দিনের মেয়ে। সে সেনবাগ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যায় তার ছোট ভাইয়ের সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে বাক-বিতণ্ডা হয় মিমের। এ ঘটনায় রাতে তার মা তাদের দুইজনকে বকাবকি করে। রাতের খাওয়ার পর সবাই নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে। সকাল ৯টার দিকে মিমের ঘর থেকে তার কোনো সাড়া না পেয়ে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় মিমের মরদেহ দেখতে পায়।

আরও পড়ুন: শিশু শিক্ষার্থীর আত্মহত্যা; শিক্ষক পলাতক

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ওসি আরও জানান, ভাইয়ের সঙ্গে ঝগড়া, পড়ালেখায় ভালো না করা, মায়ের বকাবকি ও মানসিক হতাশা থেকে ওই ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তার সুইসাইড নোটে লেখা ছিল তার মৃত্যুর জন্য কেউ দায়ী না। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like