Home পশ্চিমবঙ্গ করোনা: পশ্চিমবঙ্গে মৃত্যু কমেছে, বেড়েছে সুস্থতার হার

করোনা: পশ্চিমবঙ্গে মৃত্যু কমেছে, বেড়েছে সুস্থতার হার

by Shohag Ferdaus
পশ্চিমবঙ্গে

ভারতের পশ্চিমবঙ্গে একদিকে যেমন মৃতের সংখ্যা কমছে আকেদিকে পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার হার। শুক্রবারের তুলনায় শনিবারও কমেছে মৃত্যু সংখ্যা এবং বেড়েছে সুস্থতার হার। বর্তমানে রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৮৬.৯৬ শতাংশ।

১৯ সেপ্টেম্বর শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৮৮ জন। কলকাতায় ৫৪৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লক্ষ ২১ হাজার ৯৬০ জন। এদিন মৃত্যু হয়েছে ৫৬ জনের। এনিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ২৯৮ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনাজয়ী হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৯৯৩ জন। এর ফলে মোট কোভিডজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৯৩ হাজার ১৪ জন।

ভয়েস টিভি/এসএফ

You may also like