Home পশ্চিমবঙ্গ করোনা: সুস্থতায় নয়া রেকর্ড পশ্চিমবঙ্গে

করোনা: সুস্থতায় নয়া রেকর্ড পশ্চিমবঙ্গে

by Shohag Ferdaus
পশ্চিমবঙ্গে

দৈনিক সুস্থতায় ফের নয়া রেকর্ড পশ্চিমবঙ্গে। আগের দিনের তুলনায় কমল দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যাও। একই সঙ্গে দৈনিক মৃত্যুর সংখ্যাও কমল কিছুটা। তবে সামনে কালীপূজা, বড়দিনের মতো উৎসব রয়েছে। তাই বিশেষজ্ঞদের মতে, সামাজিক দূরত্ব বিধি মেনে চলা, নিয়মিত হাত পরিষ্কার করা এবং মাস্ক পরা নিয়ে আরও সতর্ক হতে হবে সবাইকে। তবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব।

১১ নভেম্বর বুধবার রাতে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতর থেকে পাঠানো বুলেটিনে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৭২ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ৩ হাজার ৮৯১। সব মিলিয়ে এ রাজ্যে এখনও পর্যন্ত ৪ লাখ ১৬ হাজার ৯৮৪ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।

এদিকে বাড়ছে রাজ্যে দৈনিক সুস্থতার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৪৩১ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। গত ৩০ অক্টোবর থেকেই রাজ্যে দৈনিক সুস্থতা ৪ হাজারের ঘরে ঘোরাফেরা করছে। মোট আক্রান্তের মধ্যে এখনও পর্যন্ত ৩ লাখ ৭৬ হাজার ৬৯৬ জন রোগীই সুস্থ হয়ে উঠেছেন। এতে সুস্থতার হার বেড়ে ৯০.৩৪ শতাংশ হয়েছে।

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এখন পর্যন্ত রাজ্যে ৭ হাজার ৪৫২ জন প্রাণ হারিয়েছেন। আর গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৯ জনের।।

ভয়েস টিভি/এসএফ

You may also like