Home খেলার খবর ব্রাজিলের বিপক্ষে কাল মাঠে নামছেন না সুয়ারেজ

ব্রাজিলের বিপক্ষে কাল মাঠে নামছেন না সুয়ারেজ

by Shohag Ferdaus
সুয়ারেজ

বিশ্বকাপ বাছাই পর্বের আগামীকাল বুধবারের ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। এই ম্যাচের আগেই দুঃসংবাদ শুনলেন লুইস সুয়ারেজ। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। করোনায় আক্রান্ত হওয়ায় ব্রাজিলের বিপক্ষে সুয়ারেজকে পাচ্ছে না উরুগুয়ে।

উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘দলের সব সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছিল। খেলোয়াড়দের মধ্যে সুয়ারেজ ও মুনোজ করোনায় আক্রান্ত হয়েছেন। একজন কর্মকর্তাও করোনায় আক্রান্ত হয়েছেন। বাকিদের রিপোর্ট নেগেটিভ এসেছে।’

সুয়ারেজকে এখন কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। তাই জাতীয় দলের ম্যাচ ছাড়াও লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের ম্যাচে খেলতে পারবেন না এই তারকা স্ট্রাইকার।

এদিকে ফুটবল তারকাদের মধ্যে এর আগে ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, কিলিয়ান এমবাপ্পে, জ্লাতান ইব্রাহিমোভিচ, সাদিও মানে, মোহাম্মদ সালাহ, পাওলো দিবালা করোনায় আক্রান্ত হয়েছিলেন।

গত দলবদলে বার্সেলোনা ছেড়ে সুয়ারেজ আতলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছেন। লা লিগায় ছয় ম্যাচ খেলে পাঁচটি গোল করেছেন ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার।

ভয়েস টিভি/এসএফ

You may also like