Home বিশ্ব ওয়াকিটকি রাখার দায়ে সু চির আরও ৪ বছরের কারাদণ্ড

ওয়াকিটকি রাখার দায়ে সু চির আরও ৪ বছরের কারাদণ্ড

by Mesbah Mukul

অং সান সু চিকে আরও চার বছরের কারাদণ্ড দিয়েছে মিয়ানমারের একটি আদালত। অবৈধভাবে ওয়াকিটকি আমদানি ও রাখার দায়ে এবং করোনাভাইরাস বিধিনিষেধ ভঙ্গের দায়ে এই সাজা দেয়া হয়।

গত মাসে আরও দুটি মামলায় অভিযুক্ত হয়েছিলেন সু চি। এরপর তাকে চার বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। পরে সেই সাজা কমিয়ে দুই বছর করা হয়।

মিয়ানমারের সেনাবাহিনী গত বছরের ১ ফেব্রুয়ারি দেশটির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে নেয়। এরপর ৭৬ বছর বয়সী সু চির বিরুদ্ধে প্রায় এক ডজন অভিযোগ দায়ের করে জান্তা সরকার।

সু চির সমর্থকরা বলছেন, নিজেদের কর্মকাণ্ডকে বৈধতা দিতে এবং তাদের নেত্রীকে রাজনীতি থেকে দূরে রাখতে এমনটা করছে জান্তা সরকার।

আরও পড়ুন : হাজী সেলিমের ছেলের দেড় বছরের কারাদণ্ড

ভয়েসটিভি/এমএম

You may also like