Home বিশ্ব সু চি’র ২৪ মন্ত্রী বরখাস্ত করে নতুন ১১ জন নিয়োগ

সু চি’র ২৪ মন্ত্রী বরখাস্ত করে নতুন ১১ জন নিয়োগ

by Newsroom

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর এবার সু চি সরকারের ২৪ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে অপসারণ করা হয়েছে। একই সঙ্গে নতুন করে ১১ জনকে মন্ত্রীত্ব দেয়া হয়েছে। নুতন মন্ত্রীদের অধিকাংশই সিনিয়র সেনা কর্মকর্তা বলে জানা গেছে।

১ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যার পর মিয়ানমারের সেনাবাহিনী পরিচালিত টেলিভিশনে এই ঘোষণা দেয়া হয় বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্স জানায়, নতুন করে মন্ত্রী নিয়োগ দেয়া হয়েছে অর্থ, স্বাস্থ্য, তথ্য, পররাষ্ট্র, প্রতিরক্ষা, সীমান্ত ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এদের মধ্যে সিনিয়র সেনা কর্মকর্তাসহ সেনা সমর্থিত দল ইউএসডিপির সদস্যও রয়েছে।

ইউএসপিডির অন্যতম নেতা উনা মং লউনকে পররাষ্ট্রমন্ত্রী হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। নভেম্বরের নির্বাচনে তিনি হেরে গিয়েছিল। অন্যদিকে বরখাস্ত হওয়ার আগে সু চি’র স্বাস্থ্যমন্ত্রী অবশ্য পদত্যাগ করেছিল।

সোমবার ভোরে অং সান সু চি ও তার ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির জ্যেষ্ঠ নেতাদের আটকের পর দেশটি নিয়ন্ত্রণে নেয় মিয়ানমার সেনাবাহিনী। ক্ষমতা দখলের পর মিয়ানমারে এক বছরের জরুরি অবস্থাও ঘোষণা করা হয়।

ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছে সেনা সমর্থিত মিন্ট সোয়ে। তবে আইনসভা, নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগের ক্ষমতা নিয়েছে সেনাপ্রধান মিং অং হ্লাইং। অভ্যুত্থানে ক্ষমতা দখলের পর মিয়ানমারের রাজধানী নাইপিদো পার্লামেন্টের সদস্যদের বাস ভবনের বাইরে পাহারা দিচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

ভয়েস টিভি/এমএইচ

You may also like