ফরিদপুরের সালথায় রামকান্তপুর-ময়েনদিয়া সড়কের রাধুখালি খালের ওপর নির্মিত সেতুটি যেন এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সেতুর দুই পাশে নেই কোন রেলিং। বেশিরভাগ পিলারের পলেস্তারা উঠে গেছে। বেরিয়ে গেছে রড।
এর মাঝামাঝি বড় একটি অংশ ভেঙ্গে যাওয়ায় কাঠের মাচাল বিছিয়ে জোড়াতালি দিয়ে পার হচ্ছে হাজারো মানুষ ও যানবাহন। যেকোনো সময় এটি ভেঙ্গে পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
রামকান্তুপুর গ্রামের বাসিন্দা নজরুল তালুকদার বলেন, প্রায় ৪০ বছর আগে রাধুখালি খালের ওপর এই সেতুটি নির্মিত হয়। দীর্ঘ ১০ বছর ধরে ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে। এটি পুনঃনির্মাণের উদ্যোগ হিসেবে মাঝে মধ্যে কর্মকর্তারা এসে মাটি পরিক্ষা করে গেলেও এখনও কোনো পদক্ষেপ গ্রহন করা হয়নি।
মনে আতঙ্ক-ভয় আর ঝুঁকি নিয়ে সেতুর ওপর দিয়ে প্রতিদিন হাজারো মানুষ ও যানবাহন চলাচল করছে। সেতুটি যেন মরণ ফাঁদ। যেকোনো মুহুর্তে ভেঙ্গে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
স্থানীয় বাসিন্দা মাসুদুর রহমান খান বলেন, সেতুটির ওপর দিয়ে চলাচলের সময় ভয়ে থাকতে হয়, কখন যেন এটি ভেঙ্গে পড়ে। এমন আশঙ্কা নিয়ে ওই সেতুর ওপর দিয়ে জেলা-উপজেলা সদরে নিয়মিত চলাচল করছে বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ।
সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর বলেন, উপজেলা পরিষদের পক্ষ থেকে ওই সেতুটি দুবার সংস্কার করা হয়েছে। সেতুটি এখন দ্রুত পুনঃনির্মাণ না করলে ভেঙ্গে পড়তে পারে। এ বিষয়ে উপজেলা প্রকৌশল অধিদফতরকে অবহিত করা হয়েছে।
সালথা উপজেলা প্রকৌশলী তৌহিদুর মোহাম্মদ রহমান বলেন, সেতুটি পুনঃনির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যেই এটি পুনঃনির্মাণের জন্যে মাটি পরিক্ষার করা সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন : সংযোগ সড়ক না থাকায় ঝুকি নিয়ে সেতু পারাপার
ভয়েস টিভি/এমএইচ