Home পশ্চিমবঙ্গ সাপের জন্যে সেতু নির্মাণ, বাড়ছে পর্যটক আকর্ষণ

সাপের জন্যে সেতু নির্মাণ, বাড়ছে পর্যটক আকর্ষণ

by Newsroom
সেতু নির্মাণ

বিষধর প্রাণীর তালিকায় সাপ সবার উপরে। আর মানুষ যে কয়েকটি প্রাণীকে দেখে ভীষণ ভয় পায় তার মধ্যে অন্যতম সাপ! অথব এই ভয়ঙ্কর সাপের জন্য সেতু নির্মাণ করেছে ভারতের পর্বতবেষ্টিত উত্তরাখ রাজ্য।

সরীসৃপ ও অন্যান্য ছোট প্রাণীর বনের ভিতর দিয়ে যাওয়া ব্যস্ত মহাসড়ক পারাপারের জন্য একটি সেতু তৈরি করেছে বন কর্তৃপক্ষ। ৯০ ফুট দৈর্ঘ্যরে এ সেতুটির নাম রাখা হয়েছে ‘ইকো সেতু’।

এটি বাঁশ, পাট ও ঘাস দিয়ে তৈরি হয়েছে। সাপের জন্যে কোনো দেশে নির্মিত এটিই প্রথম সেতু নির্মাণ বলে দাবি করেছে স্থানীয় সংবাদমাধ্যম। উত্তরাখন্ডের জনপ্রিয় পর্যটন কেন্দ্র নৈনিতালের পথে এ সড়কটিতে দ্রুতগামী গাড়ির নিচে চাপা পড়ে অনেক প্রাণী মারা যায়।

সেতু নির্মাণ

শেখর জোশী নামে এক বন কর্মকর্তা জানিয়েছেন, এ মহাসড়কে পর্যটকদের গাড়ির নিচে পড়ে বহু সরীসৃপ ও অন্যান্য প্রাণী মারা যায়। এ কারণে প্রাণীদের চলাফেরা পর্যবেক্ষণের জন্য কর্মকর্তারা সেতুটির উভয় পাশে ক্যামেরা বসিয়েছেন।

এদিকে সেতুটিই এখন পর্যটকদের আকর্ষণে পরিণত হয়েছে। অনেকে এখন ছবি ও সেলফি তোলার জন্য এখানে দাঁড়ায়। তবে বন বিভাগ আশা করছে, শিগগিরই এটি প্রাণীদেরও আকর্ষণ করবে।

আরও পড়ুন- পাবনায় বিষধর রাসেল ভাইপার, আতংকিত কৃষকরা 

কর্মকর্তারা আশাবাদী, এই সেতু ওই এলাকায় ছোট ছোট প্রাণী এবং সরীসৃপকে ঘিরে সচেতনতা তৈরি করার পাশাপাশি তাদের সুরক্ষায় সহায়তা করবে।

ভয়েস টিভি/ডিএইচ

You may also like