Home সারাদেশ সেনবাগে অটোরিকশা উল্টে ব্যাংক কর্মকর্তা নিহত

সেনবাগে অটোরিকশা উল্টে ব্যাংক কর্মকর্তা নিহত

by Amir Shohel

নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নে যাত্রীবাহী সিএনজি অটোরিকশা উল্টো মো. সাহেব উল্যা (৫৭) নামের সাবেক এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ আরও তিনজন আহত হয়েছেন।

৬ ডিসেম্বর রোববার সকাল সাড়ে ১০টার দিকে সোনাইমুড়ী-সেনবাগ সড়কের জিরুয়া ফকিরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. সাহেব উল্যা পার্শ্ববর্তী বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। তিনি সোনালী ব্যাংক সেনবাগ কানকিরহাট শাখার সাবেক প্রিন্সিপাল অফিসার ছিলেন।

স্থানীয়রা জানায়, সকালে সিএনজি যোগে লতিফপুর নিজ বাড়ি থেকে সেনবাগের কানকিরহাট বাজারের উদ্দেশে বের হন সাহেব উল্যা। পথে সিএনজিটি সোনাইমুড়ী-সেনবাগ সড়কের জিরুয়া ফকিরহাট বাজার এলাকায় পৌঁছলে মো. আশরাফ (৮) নামে শিশু সড়কের ওপর দিয়ে দৌঁড় দিলে তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশা উল্টে যায়। এতে সিএনজিটি ধুমড়ে মুছড়ে গিয়ে ভেতরে থাকা সাহেব উল্যাসহ তিনজন ও ওই শিশুটি আহত হয়।

স্থানীয় লোকজন আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় সাহেব উল্যা ও শিশুটিকে উদ্ধার করে প্রথমে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও অবস্থার অবনতি হলে সাহেব উল্যাকে ঢাকা নেওয়ার পথে বিকেল ৩টায় তিনি মারা যান। আহত আশরাফ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পথচারি শিশুকে বাঁচাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।

ভয়েসটিভি/এএস

You may also like