Home সারাদেশ আরও আকর্ষণীয় হচ্ছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন

আরও আকর্ষণীয় হচ্ছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন

by Newsroom

পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে দেশের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনকে পর্যটকদের আরো আর্কষণীয় করা হবে। সেন্টমার্টিনকে রক্ষায় পরিকল্পনা রয়েছে সরকারের। পরিকল্পানায় শুধু সেন্টমার্টিন নই, কক্সবাজারে অর্থনৈতিক অঞ্চলসহ অনেক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এই উন্নয়নে মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে উঠবে।

২১ ডিসেম্বর সোমবার   দুপুরে কক্সবাজারের টেকনাফ স্থল বন্দর পরিদর্শন শেষে সেন্টমার্টিন রওয়ানা দেয়ার সময় এসব কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এর আগে তিনি টেকনাফ স্থলবন্দর ঘুরে দেখেন এবং সেখানে একটি সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্থলবন্দর কৃতপক্ষের চেয়ারম্যান কে এম তারিকুল ইসলাম, নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডো জালাল উদ্দিন, টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম, সহকারি কমিশনার( ভূমি) মু: আবুল মনসুর, কোস্ট গার্ড টেকনাফ স্টেশন কর্মকর্তা লে. কমান্ডার শেখ মিজবাহ উদ্দিন আহমদ, টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান, টেকনাফ স্থলবন্দরের ব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী ও হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী প্রমুখ।

প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘আমাদের দেশে যত বেশি পর্যটক ভ্রমণে আসবে, অর্থনৈতিক সক্ষমতা তত বাড়বে। প্রবাল দ্বীপ সেন্টমার্টিন রক্ষায় সেখানে পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থা কাজ করছেন। বাংলাদেশ একটি মাত্র দেশ যা জলবায়ু মোকাবেলায় নিজস্ব অর্থায়ান গঠন করেছে। তাছাড়া মিয়ানর সঙ্গে আমাদের সব ধরনের যোগাযোগ রয়েছে। ’

ভয়েস টিভি/ডিএইচ

You may also like