Home সারাদেশ ছাতকে ট্রমা সেন্টার নির্মাণ কাজ উদ্বোধন

ছাতকে ট্রমা সেন্টার নির্মাণ কাজ উদ্বোধন

by Newsroom

সুনামগঞ্জের ছাতক উপজেলায় কৈতক হাসপাতালে ট্রমা সেন্টার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ২৩ নভেম্বর সোমবার দুপুরে কৈতক হাসপাতাল মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৮ কোটি টাকা ব্যয়ে ২০ শয্যা বিশিষ্ট ট্রমা সেন্টারটি নির্মিত হবে।

এতে জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. আশরাফুল হকের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেনের সঞ্চালনায়  প্রধান অতিথি ছিলেন, সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক।

বিশেষ অতিথি ছিলেন, সিলেট স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল খয়রাত মো. বদরুল ইসলাম, স্বাস্থ্য প্রকৌশলী শফিকুল ইসলাম, ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন প্রমুখ।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় আইসোলেশন থেকে পালিয়েছে করোনা রোগী

এসময় সাংসদ মুহিবুর রহমান মানিক বলেন, বাংলাদেশের মাত্র কয়েকটি ট্রমা সেন্টার আছে। সিলেট বিভাগের মধ্যে একমাত্র ট্রমা সেন্টারটি সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের কৈতক হাসপাতালে নির্মাণ করা হচ্ছে। চারটি উপজেলার টার্নিং পয়েন্ট হিসেবে এই জায়গাটি নির্ধারণ করা হয়েছে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like