Home ভিডিও সংবাদ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন চালু

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন চালু

by Newsroom

চাঁদপুর: চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভাষাবীর এম. এ. ওয়াদুদ মেমোরিয়াল ট্রাষ্ট এর উদ্যোগে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ প্লান্ট উদ্বোধন করা হয়েছে। ১১ জুলাই শনিবার দুপুরে এক ভার্চুয়াল সভার মাধ্যমে এই অক্সিজেন প্লান্টের উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী দীপু মনি।

চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমানের সভাপতিত্বে অক্সিজেন প্লান্ট উদ্বোধনে উপস্থিত ছিলেন ভাষাবীর এম. এ. ওয়াদুদ মেমোরিয়াল ট্রাষ্ট্রের সভাপতি জে. আর. ওয়াদুদ টিপু।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ও করোনা ফোকাল পারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, ‘এই সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের মাধ্যমে এখানের আইসোলেশন ইউনিটে করোনা আক্রান্ত ৩০ রোগীকে একসঙ্গে অক্সিজেন সেবা দেওয়া সম্ভব হবে।’

ভয়েসটিভি/চাঁদপুর প্রতিনিধি/ডিএইচ

You may also like