Home সারাদেশ চীনা ইউনিভার্সিটি শিক্ষার্থীর মরদেহ ফেনীর সেপটিক ট্যাংকে

চীনা ইউনিভার্সিটি শিক্ষার্থীর মরদেহ ফেনীর সেপটিক ট্যাংকে

by Shohag Ferdaus
চীনা

ফেনী শহরের পুরাতন রেজিস্ট্রি অফিসের মনির উদ্দিন সড়কের তাসপিয়া ভবনের সেপটিক ট্যাংকের ভেতর থেকে মো. ইউনুছ বাবু (২২) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

১০ অক্টোবর শনিবার পৌনে ১১টার দিকে বাবুর লাশ উদ্ধার করে পুলিশ।

বাবু চীনের আহোট ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি শহরের শাহীন একাডেমি সড়কের একটি বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি সোনাগাজীর তাকিয়া বাজারের পাইকপাড়ার সওদাগর বাড়ি।

স্থানীয়রা জানায়, শুক্রবার ওই ভবনের সেপটিক ট্যাংক থেকে গুরুতর আহত অবস্থায় মো. শাহরিয়ার নামে আরেক যুবককে উদ্ধার করা হয়। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভবনের কেয়ারটেকার মোজাম্মেল হক শাহিন তাদের দুজনকে কুপিয়ে সেপটিক ট্যাংকে ফেলে দিয়েছেন বলে ধারণা পুলিশের।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আতোয়ার রহমান, ফেনী মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন, ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুদ্বীপ রায়সহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মাহতাব মুন্না।

তবে এ হত্যার রহস্য এখনো পুলিশ উদঘাটন করতে পারেনি। এ ঘটনায় শুক্রবার বাড়ির কেয়ারটেকার শাহীনকে আটক করা হয়। এসময় একটি রক্তমাখা চাপাতিও জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শাহরিয়ার ও বাবু দুজন বন্ধু। বৃহস্পতিবার রাতে দুজনে একসঙ্গে ঘর থেকে বের হয়েছিলেন। কিন্তু গতকাল শাহরিয়ারকে আহতাবস্থায় সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করার পর বাবু না ফেরায় তার স্বজনরা চিন্তিত হয়ে পড়েন।

এ ঘটনায় শুক্রবার রাতে বাবুর মা রেজিয়া বেগম শাহরিয়ারের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন: ফের মেয়রের দায়িত্বে আতিক

ভয়েস টিভি/এসএফ

You may also like