Home সারাদেশ ডিশলাইন বন্ধ; সেবা বঞ্চিত ১০ হাজার গ্রাহক

ডিশলাইন বন্ধ; সেবা বঞ্চিত ১০ হাজার গ্রাহক

by Newsroom

নড়াইলের কালিয়া উপজেলায় ডিশলাইনের তার কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ১০ হাজার গ্রাহক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এ নিয়ে ৬ অক্টোবর মঙ্গলবার দুপুরে  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন ভুক্তভোগী ব্যবসায়ী ও গ্রাহকরা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়।

মানবন্ধনে বক্তারা বলেন, বড়দিয়াসহ অন্তত ৫ টি এলাকা ডিশ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বত্তরা। এদের একটি চক্র খুলনা থেকে অবৈধ ডিশ সংযোগ দিয়েছে। এতে স্থানীয় ডিশ ব্যবসায়ীরা আর্থিক ক্ষতিসহ অন্তত ১০ হাজার গ্রাহক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

নীতিমালা অনুযায়ী এক জেলার সংযোগ অন্য জেলায় দিতে পারবে না। তবুও খুলনা থেকে লাইন এনে কালিয়া ও নড়াগাতির বিভিন্ন এলা কায় সংযোগ দেয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানায় তারা।

এদিকে রোববার দুপুরে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষেয়ে তারা সমাধানের আশ্বাস দিয়েছেন।

ভয়েস টিভি/এমএইচ

You may also like