Home খেলার খবর সেভিয়াকে হারিয়ে সুপার কাপের শিরোপা বায়ার্নের

সেভিয়াকে হারিয়ে সুপার কাপের শিরোপা বায়ার্নের

by Newsroom
সেভিয়াকে হারিয়ে

সেভিয়াকে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতলো বায়ার্ন মিউনিখ। ম্যাচের অতিরিক্ত সময়ে মাঠে নেমেই ব্যবধান গড়ে দিলেন বায়ার্নের হাভি মার্তিনেস।

বৃহস্পতিবার রাতে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে শেষ হাসি হেসেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারী বায়ার্ন। উয়েফা ইউরোপা লিগের চ্যাম্পিয়ন সেভিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে সুপার কাপের শিরোপা ঘরে তুলেছে তারা।

প্রতিযোগিতায় জার্মান ক্লাবটির এটি দ্বিতীয় শিরোপা। এর আগে ২০১৩ সালে শিরোপা জিতেছিল দলটি। অন্যদিকে, ২০০৬ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর এই নিয়ে টানা পাঁচবার সুপার কাপের ফাইনালে হারল স্প্যানিশ ক্লাব সেভিয়া।

ম্যাচের ১৩তম মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার লুকাস ওকাম্পোসের সফল কিকে এগিয়ে যায় সেভিয়া। ৩৪তম মিনিটে বায়ার্নকে ম্যাচে ফেরান লেয়ন গোরেটস্কা। ডান পায়ের শটে বল জালে পাঠান জার্মান মিডফিল্ডার গোরেটস্কা।

বিরতির পর নির্ধারিত সময় কাজে লাগাতে পারেনি কোন দল। ৯৯তম মিনিটে মাঠে প্রবেশ করা মার্তিনেজ পাঁচ মিনিটের মধ্যে জালের ঠিকানা খুঁজে নেন।

সতীর্থের কর্নার থেকে বল পাওয়া আলাবার শট বোনো রুখে দিলেও পুরোপুরি বিপদমুক্ত করতে ব্যর্থ হন। নিখুঁত হেডে সেভিয়ার হৃদয় ভেঙে বায়ার্নকে আনন্দে ভাসান মার্তিনেজ। ২-১ ব্যবধানে শেষ হয় ম্যাচ।

ভয়েস টিভি/টিআর

You may also like