Home সারাদেশ কোম্পানীগঞ্জে ১০০ দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

কোম্পানীগঞ্জে ১০০ দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

by Newsroom
সেলাই মেশিন বিতরণ

“মানবিক বিপর্যয়ে, আমরা আর্ত মনবতার সেবায় সর্বদা প্রস্তুত” শ্লোগানে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় যাাত্রা শুরু করেছে কোম্পানীগঞ্জ প্রবাসী ফাউন্ডেশন ।

১১ অক্টোবর রোববার সন্ধ্যা ৭টায় ভিডিও কনফারেন্সে বসুরহাট পৌরসভা হলরুম থেকে কোম্পানীগঞ্জ প্রবাসী ফাউন্ডেশনের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন।

অনুষ্ঠানে উপজেলার ৮ ইউনিয়ন ও ১টি পৌরসভার ১০০ দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

প্রবাসী ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ ফখরু উদ্দিন মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউল হক মীর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো.আরিফুর রহমান,  উপজেলা আ’লীগের সভাপতি খিজির হায়াত খাঁন, উপজেলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন রুনু প্রমুখ।

আরও পড়ুন- মতলবে অসহায়দের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ

এসময় প্রবাস থেকে  ভিডিও কনফারেন্সে প্রবাসী ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি শওকত হায়াত খাঁন বিপ্লব, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন মিসেল, সাংগঠনিক সম্পাদক সামছুদ্দোহা সোহেল ও ট্রাস্টি বোর্ড নেতৃবৃন্দ, ফাউন্ডার মেম্বার এবং কার্যকরী কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

শওকত হায়াত খাঁন বিপ্লব জানান, অসহায়, ভূমিহীন এবং চিকিৎসা সেবা বঞ্চিত অসহায় মানুষের কথা ভেবে মধ্যপ্রাচের বিভিন্ন দেশ এবং লন্ডন, আমেরিকা, ফ্রান্স, স্পেন,ইতালি,পর্তুগাল ও সুইজারল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত কোম্পানীগঞ্জের প্রায় ৭৫০জন রেমিট্যান্স যোদ্ধা এ মানবিক সংগঠনের সাথে জড়িত রয়েছে।

ভয়েস টিভি/ডিএইচ

You may also like