Home বিশ্ব সৌদিতে প্রবেশে করতে পারবে না ২০ দেশের নাগরিক

সৌদিতে প্রবেশে করতে পারবে না ২০ দেশের নাগরিক

by Amir Shohel

করোনার সংক্রমণ রোধে এশিয়া, ইউরোপ ও আমেরিকাসহ ২০টি দেশ থেকে অভিবাসী নাগরিকদের সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। ৩ ফেব্রুয়ারি বুধবার সৌদির স্থানীয় সময় রাত ৯টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে ২ ফেব্রুয়ারি মঙ্গলবার এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। এই আদেশে জানানো হয়েছে, সৌদির স্বাস্থ্য কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞা আরোপ করা দেশগুলোর তালিকায় রয়েছে আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইতালি, পাকিস্তান, ব্রাজিল, পর্তুগাল, যুক্তরাজ্য, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স, লেবানন, মিশর, ভারত এবং জাপান।

এর আগে গত ৩ জানুয়ারি সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিয়ে সব ধরনের ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছিল দেশটি।তথ্যসূত্র: আল আরাবিয়া

ভয়েসটিভি/এএস

You may also like