Home সারাদেশ সৈয়দপুরে ভারতের মহিষের কলিজাসহ আটক ১

সৈয়দপুরে ভারতের মহিষের কলিজাসহ আটক ১

by Amir Shohel

নীলফামারীর সৈয়দপুরে ভারত থেকে আনা খাওয়ার অনুপযোগী মহিষের কলিজাসহ এক জনকে আটক করেছে পুলিশ। ৩০ জানুয়ারি শনিবার দুপুরে সৈয়দপুর-দিনাজপুর বাইপাস সড়কের ধলাগাছ মতির মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, উপজেলার কামারপুকুর ইউনিয়নের বাগডোগরা গ্রামের আনোয়ারুল হকের ছেলে সাহেদ হোসেন (৩০) দীর্ঘদিন থেকে কম দামে ভারত থেকে আমদানি করা খাওয়ার অনুপযোগী মহিষের কলিজা হাটবাজারসহ শহর ও গ্রামের বিভিন্ন হোটেল বিক্রি করে আসছিল।

ওইদিন গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর খানা পুলিশ আভিযান চালিয়ে তাকে উল্লে­খিত এলাকা থেকে আটক করে। এ সময় তার কাছে থাকা ১২০ কেজি কলিজা জব্দ করা হয়।

পরে আটক সাহেদকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদ তার ১০ হাজার টাকা জরিমানা এবং জব্দকৃত কলিজা উপজেলা চত্বরে মাটিতে পুতে ফেলে ধ্বংস করেন।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদ বলেন, স্থানীয় প্রাণি সম্পাদ কর্মকর্তা ডা. রাশেদুল হক আটককৃত কলিজাগুলো পরীক্ষা করেন। পরে তার পরামর্শে কলিজাগুলোকে খাওয়ার অনুপযোগী ঘোষণা ও তা ধ্বংস করে উল্লেখিত ব্যক্তির জরিমানা করা হয়।

ভয়েসটিভি/এএস

You may also like