Home সারাদেশ সোনাগাজীতে বাড়ির রাস্তা বন্ধ তাই পুকুরে সাঁকো

সোনাগাজীতে বাড়ির রাস্তা বন্ধ তাই পুকুরে সাঁকো

by Amir Shohel

ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়ন আমিরাবাদ গ্রামে ছোট্ট কাঁচা ঘর, সামনে সামান্য উঠান। ঘর ভিটা আর পেছনের পুকুরের একটা অংশ ছাড়া আর কোন জায়গা নেই বিবি হাজেরার। দরজার সামনের জায়গা টি ওই বাড়ীর মোহাম্মদ মিয়া। পাশের জায়গাটি প্রতিবেশীর।

দুই পরিবারের বিরোধের জেরে পড়ে অবরুদ্ধ হয়ে পড়েন হাজেরা। ঘর থেকে বের হওয়ার আর কোন পথ নেই। তাই নিরুপায় হাজেরা ঘরের পেছনের পুকুরে বাশের সাঁকো তৈরি করেন।

স্থানীয় গণমাধ্যমে সামাজিক যোগাযোগে মাধ্যমে চলাচলের পথ বন্ধ ও সাঁকোটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে।

খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থলে যান আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফেনী জেলা আওয়ামী লীগ নেতা জহিরুল আলম জহির। উভয় পক্ষের কথা শুনে বন্ধ হওয়া চলাচলের পথ খুলে দেন এবং বাঁশের সাঁকো অপসারণের নির্দেশ দেন।

এই সময় স্থানীয় সাংবাদিক গাজী মোহাম্মদ হানিফ, বাহার উল্লাহ বাহার,আমিরাবাদ ইউপি সচিব আবদুল হালিম, ইউপি সদস্য আবদুল বারিক আরু মিয়া, গোলাম কিবরিয়া শামীম, নিজাম উদ্দিন শাহীন, ছাত্রলীগ নেতা বাবু সহ স্থানীয় সমাজপতি নুরুজ্জামানসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

ভয়েসটিভি/এএস

You may also like