Home অর্থনীতি আবারো বেড়েছে সোনার দাম

আবারো বেড়েছে সোনার দাম

by Newsroom
স্বর্ণের দাম

ঢাকা: করোনা মহামারীর মধ্যে মাত্র এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে আবারো বেড়েছে সোনার দামা। ভরিতে স্বর্ণের দাম দুই হাজার ৪৫০ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে মূল্য বাড়ার কারণে দাম বাড়ানো হয়েছে। শুক্রবার থেকে নতুন এই দাম কার্যকর হবে। তবে রূপার দাম অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে- ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৭৬ হাজার ৪৫৮ টাকা। বৃহস্পতিবার পর্যন্ত এই মানের স্বর্ণের বাজার দর রয়েছে ৭৪ হাজার ৮ টাকা। অর্থাৎ ভরিতে দাম বেড়েছে দুই হাজার ৪৫০ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৭৩ হাজার ৩০৮ টাকা। যা ছিলো ৭০ হাজার ৮৫৮ টাকা করে। একইভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৬৪ হাজার ৫৬০ টাকা। ছিলো ৬২ হাজার ১১০ টাকা।

সনাতন পদ্ধতির স্বর্ণে প্রতি ভরির দাম ধরা হয়েছে ৫৪ হাজার ২৩৮ টাকা। বৃহস্পতিবার পর্যন্ত সনাতন হিসাবে প্রতি ভরির দাম রয়েছে ৫১ হাজার ৭৮৮ টাকা।

অপরিবর্তিত রয়েছে ২১ ক্যারেট ক্যাডমিয়াম রূপার দাম। প্রতি ভরি বিক্রি হচ্ছে ৯৩৩ টাকায়। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে বলে জানান জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা।

গত ৯ সেপ্টেম্বর সোনার দাম বাড়ানো হয়েছিল। যা ১০ তারিখ থেকে ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে ভরি প্রতি ৭৪ হাজার ৮ টাকা বিক্রি হচ্ছিল।

ভয়েস টিভি/টিআর

You may also like