Home সারাদেশ ময়মনসিংহে নকল সোনার বার দেখিয়ে প্রতারণা, আটক ৭

ময়মনসিংহে নকল সোনার বার দেখিয়ে প্রতারণা, আটক ৭

by Newsroom

ময়মনসিংহের নকল সোনার বার দেখিয়ে প্রতারণার অভিযোগে বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাতে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করে করে র‌্যাব।

১৮ নভেম্বর বুধবার দুপুরে ময়মনসিংহের র‌্যাব কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

আটকরা হলেন- ঈশ্বরগঞ্জ উপজেলার মৃত মিলন মিয়ার ছেলে মো. রুবেল মিয়া (৩০), মো. হাসিম উদ্দিনের ছেলে মো. শিপন (২৮), ফুলবাড়িয়া উপজেলার শামসুল আলমের ছেলে আমিনুল ইসলাম (২৫), মোতালেবের ছেলে আব্দুর রশীদ (৩৫), সদর উপজেলার মৃত আব্দুল ছাত্তারের ছেলে মো. মোশাররফ হোসেন (৩২), হাসিম উদ্দিনের ছেলে সাইফুল (৩৫) ও মৃত রিয়াজ উদ্দিনের ছেলে মো. রাব্বিল হাসান (২৫)।

এ সময় তাদের দেহ তল্লাশী করে স্বর্ণ সদৃশ ১০টি বার, দুটি হাতলযুক্ত চামচ, একটি হাতল ছাড়া চামচ, একটি মেটাল পলিশ, একটি হাতলসহ এক্স-ব্লেড, একটি ড্রিল মেশিন, একটি সিএনজি অটোরিকশা ও পাঁচটি মোবাইল উদ্ধার করা হয়।

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদ বলেন, জেলার বিভিন্ন এলাকায় একটি প্রতারকচক্র নকল স্বর্ণের বার দেখিয়ে দীর্ঘদিন ধরে নিরীহ মানুষের সঙ্গে প্রতারণ করে আসছিল।

তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগের ভিত্তিতে র‌্যাবের তদন্ত চলছিল। তদন্তে সত্যতা পাওয়ায় বিভিন্ন নকল স্বর্ণের বারসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের সাতজনকে আটক করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার কথা স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরেই এর সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like