Home বিশ্ব সোমালিয়ায় হোটেলে সন্ত্রাসী হামলায় নিহত ১৭

সোমালিয়ায় হোটেলে সন্ত্রাসী হামলায় নিহত ১৭

by Newsroom
সোমালিয়ায়

পশ্চিম আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলে বন্দুকধারী সন্ত্রাসীরা ভয়াবহ হামলা চালিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এরইমধ্যে ১৭ জন নিহত হয়েছে এবং আহত হয়েছেন আরো অনেকে। আরও অনেককে হোটেলে জিম্মি করে রাখার খবরওে এসেছে।

১৬ আগস্ট রোববার মোগাদিসুর লিডো বিচ এলাকার এলিট হোটেলে এ হামলার ঘটনা ঘটে। এখনো কোনো জঙ্গী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে ন্যাক্কারজনক হামলায় জড়িত আল-কায়েদা সমর্থিত আল শাবাব।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, প্রথমে এক ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণ হয়। আর তাতেই হোটেলের গেট উড়ে যায়। এরপরই বন্দুকবাজরা ছুটে যায় হোটেলের দিকে। তারপরই পণবন্দি করা হয় সবাইকে। একাধিক যুবক ও মহিলা ছিল ভিতরে। তারা খাওয়া-দাওয়া করছিল সেখানে। সঙ্গে সঙ্গে ছুটে যায় অ্যাম্বুলেন্স ও নিরাপত্তারক্ষীরা।

হামলার পরপরই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে হোটেলটি। এর বাইরে সেনাবাহিনীর গাড়ি অবস্থান নিতে দেখা গেছে। জিম্মি দশার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে দীর্ঘ সময় লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ ঘটনায় দেশটির পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে দু’জন সরকারি কর্মকর্তা, তিনজন হোটেলের নিরাপত্তাকর্মী চারজন সাধারণ নাগরিক এবং তিন জন অজ্ঞাত রয়েছেন।

সোমালিয়ার তথ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী এ পর্যন্ত চার হামলাকারীকে হত্যা করতে পেরেছে।

ভয়েস টিভি/ইন্টারন্যাশনাল ডেস্ক/টিআর

You may also like