Home পশ্চিমবঙ্গ ১ কোটি ৭০ লাখ টাকার দেনা সোহম

১ কোটি ৭০ লাখ টাকার দেনা সোহম

by Shohag Ferdaus
সোহম

টলিউডের জনিপ্রয় নায়ক সোহম চক্রবর্তী তৃণমূলে যোগ দিয়েছেন ৭ বছর আগেই। ২০১৬ সালেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বাঁকুড়ার বড়জোড়া কেন্দ্রে। সামান্য ব্যবধানে পরাজিত হন। এবার সোহম পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী।

রাজনীতিতে অবশ্য পরাজয়েও বিরতি আসেনি। ২০১৬ সালের পরে দ্বিতীয় বার বিধানসভা নির্বাচনে মনোনয়নপত্র পেশ করলেন সোহম। নির্বাচন কমিশনে হলফনামায় তিনি জানিয়েছেন, ২০১৯-২০ আর্থিক বছরে তার উপার্জনের পরিমাণ ৫২ লাখ ৬৭ হাজার ১৫০ টাকা। তার আগের বছর এর পরিমাণ ছিল ৬৮ লক্ষ ৭ হাজার ৭০ টাকা।

হলফনামায় সোহম তার হাতে নগদ দেড় লাখ টাকা আছে বলে জানিয়েছেন। পাশাপাশি তার স্ত্রীর হাতে আছে ৫০ হাজার টাকা। এইচডিএফসি ব্যাংকে সোহমের নামে আছে ৩ লাখ ৬৯ হাজার ৩৫৮ টাকা। অ্যাক্সিস ব্যাংকে আছে ২ লাখ ৪ হাজার ৭৫২ টাকা। পাশাপাশি, ইলাহাবাদ ব্যাংকে ৪৫ লাখ ৪৮ হাজার টাকা, এসবিআই-তে ১০ হাজার টাকা, এইচডিএফসি-র একটি কারেন্ট অ্যাকাউন্টে ৫ লাখ ৯৪ হাজার ৪৯৫ টাকা এবং আইসিআইসিআই ব্যাংকের একটি কারেন্ট অ্যাকাউন্টে ২ লাখ ৬২ হাজার ২০২ টাকা সোহমের দাখিল করা নগদ সম্পত্তির মধ্যে উল্লেখযোগ্য।

তিনটি গাড়ি রয়েছে সোহমের নামে। স্ত্রীর নামে নেই আলাদা কোনো গাড়ি।

গাড়ি, গয়না এবং গচ্ছিত অর্থ মিলিয়ে সোহমের মোট সম্পত্তির পরিমাণ ১ কোটি ৮১ লাখ ৪৬ হাজার ৯৬ টাকার। আর তার স্ত্রীর ক্ষেত্রে এই অঙ্ক ১৮ লাখ ৪২ হাজার ১৭০ টাকা।

এদিকে দুটি ব্যাংক থেকে ঋণ নিয়ে প্লাট কিনেছেন সোহম। এই ঋণের পরিমাণ ১ কোটি ৭০ লাখ টাকারও বেশি।

বেহালার এই বাসিন্দার বড় পর্দায় আত্মপ্রকাশ ১৯৮৭ সালে, ‘মেজ বৌ’ ছবিতে শিশুশির্পী হিসেবে। তার পর ‘মঙ্গলদীপ’, ‘নয়নমণি’, ‘গরমিল’, ‘দেবতা’, ‘নবাব’, ‘সুরের ভুবনে’, ‘ভাগ্য দেবতা’, ‘লাঠি’, ‘মায়ার বাঁধন’, ‘চৌধুরী পরিবার’-সহ একাধিক ছবিতে অন্যান্য কুশীলবদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন শিশুশিল্পী হয়ে। ১৯৯০ সালে মুক্তি পায় ‘শাখা প্রশাখা’। এই ছবির দৌলতে সোহমের নাম যোগ হয় ‘সত্যজিতের ছবিতে শিশুশিল্পী’-দের তালিকায়। চিত্রনাট্যে সোহমের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। সত্যজিতের বাকি ছবিগুলির মতো এই ছবিতেও শিশুশিল্পীর অবস্থান অনবদ্য।

সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন ভূমিকায় বড় পর্দায় ধরা দিয়েছেন সোহম। ২০০১ সালে ‘এক টুকরো চাঁদ’ ছবিতে তিনি অভিনয় করেন কাকাবাবুর সহকারী সন্তুর ভূমিকায়। এর পর ৬ বছরের বিরতি। ২০০৭-এ সোহম আবার অভিনয়ে ফিরে আসেন ‘চাঁদের বাড়ি’ ছবিতে।

আরও পড়ুন: স্বামী-সন্তানের সঙ্গে রঙিন সানি লিওন

ভয়েস টিভি/এসএফ

You may also like