Home জাতীয় পিএসসির নতুন চেয়ারম্যান সোহরাব হোসাইন

পিএসসির নতুন চেয়ারম্যান সোহরাব হোসাইন

by Shohag Ferdaus
সোহরাব হোসাইন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন।

১৬ সেপ্টেম্বর বুধবার এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ওই প্রজ্ঞাপন বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইনকে তার অবসরোত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে জনস্বার্থে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ার‌ম্যান পদে সানুগ্রহ নিয়োগ প্রদান করলেন।

এছাড়া তিনি দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পরবর্তী ৫ বছর মেয়াদে তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে, সে সময় পর্যন্ত সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করবেন বলেও ওই প্রজ্ঞাপন উল্লেখ্য করা হয়।

ভয়েস টিভি/এসএফ

You may also like