Home বিশ্ব সৌদিতে মিসাইল হামলা, আরও বেদনাদায়ক হামলার হুমকি

সৌদিতে মিসাইল হামলা, আরও বেদনাদায়ক হামলার হুমকি

by Shohag Ferdaus
অস্ত্র

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের বন্দরনগরী জিজানে অত্যাধুনিক প্রিসিশন গাইডেড মিসাইল দিয়ে হামলা চালিয়েছে। গত কয়েকদিন সৌদি নেতৃত্বাধীন আরব জোট দারিদ্রপীড়িত ইয়েমেনের রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা জোরদার করার পর ইয়েমেনি সামরিক বাহিনী পাল্টা হামলা চালালো।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বলেন, “আমরা ওয়াদা করছি যে, সৌদি জোটের আগ্রাসন ও অপরাধযজ্ঞ অব্যাহত থাকলে ইয়েমেনের সামরিক বাহিনী বেদনাদায়ক অভিযান চালাবে।” তিনি জানান, সৌদি হামলার প্রতিশোধ হিসেবেই ইয়েমেনের সামরিক বাহিনী জিজান শহরের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে।

সম্প্রতি সৌদি জোট ইয়েমেনের রাজধানী সানার বিভিন্ন হাসপাতাল ও মেডিক্যাল সেন্টারে ব্যাপকভিত্তিক হামলা চালিয়েছে। ইয়েমেনের কর্মকর্তারা এসব হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে নিন্দা জানিয়েছেন। এসব হামলা সৌদি জোট স্বেচ্ছায় জেনেবুঝে করেছে। সৌদি জাটের এ ধরনের হামলা বন্ধের জন্য তারা আন্তর্জাতিক সংস্থাগুলোকে হস্তক্ষেপ করার আহ্বান জানান।

ভয়েস টিভি/এসএফ

You may also like