Home ধর্ম সৌদি আরবে রোববার ঈদ

সৌদি আরবে রোববার ঈদ

by shahin

সৌদি প্রতিনিধি : সৌদি আরবে শুক্রবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বলে বিষয়টি নিশ্চিত করে দেশটির উচ্চতর বিচার বিভাগীয় কাউন্সিল। সেই হিসেবে দেশটিতে আগামীকাল শনিবার ৩০ রমজান পূর্ণ হচ্ছে। রোববার ফলে ২৪ মে  পহেলা শাওয়াল হওয়ায় ওই দিন পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

একই দিন ঈদ পালন করবে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ। শুক্রবার আরব নিউজ এ তথ্য জানিয়েছে।

আরবি ক্যালেন্ডার অনুযায়ী রমজানের পরবর্তী মাস শাওয়াল। এক মাসের সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরদিন ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা। ধনী-গরিব নির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড় করায় ঈদ। এটি কেবল আনন্দের বার্তাই নিয়ে আসে না, বরং এর মধ্য দিয়ে উদ্ভাসিত হয় ইসলামের সাম্যের সৌন্দর্য।

করোনাভাইরাস মহামারির মধ্যে এবার উদযাপিত হবে ঈদ। ভাইরাসটির বিস্তার ঠেকাতে বিভিন্ন দেশ লকডাউনসহ বিধিনিষেধ জারি করেছে। ঈদের ছুটিতে ২৪ ঘণ্টার কারফিউ জারি করার ঘোষণা দিয়েছে সৌদি আরব।

You may also like