Home জাতীয় চাপ সামলাতে শুক্রবারেও টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স

চাপ সামলাতে শুক্রবারেও টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স

by Newsroom
ভিসার

প্রবাসীদের চাপ সামলাতে সাপ্তাহিক ছুটির দিনেও টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স। ৯ অক্টোবর শুক্রবার সকাল ১০টা থেকে সোনারগাঁও হোটেলে টিকিট রি-ইস্যু শুরু করেছে প্রতিষ্ঠানটি।

এর আগে গত ৪ অক্টোবর টোকেন দাবিতে হোটেল সোনারগাঁওয়ে প্রবাসীরা বিক্ষোভ করে। এসময় টিকিট প্রত্যাশী প্রবাসীদের ফরম দিয়ে সৌদি এয়ারলাইন্স ঘোষণা দেয়, ফরম যাচাই-বাছাই করে ৫ অক্টোবর সোমবার থেকে যাদের ভিসার মেয়াদ কম, তাদের আগে টিকিট দেয়া হবে।

ওই ফরমের ভিত্তিতে একদিন আগে টিকিট প্রত্যাশীদের মোবাইলে এসএমএস পাঠিয়ে টিকিট সংগ্রহ করতে বলা হয়। এভাবে ৮ অক্টোবর বৃহস্পতিবার যাদের এসএমএস দেয়া হয়েছে, তারাই শুক্রবার সোনারগাঁও হোটেলে টিকিট নিতে এসেছেন। সৌদি এয়ারলাইন্সের টিকিটের জন্যে সোনারগাঁও হোটেলের এয়ারলাইন্স কার্যালয়ের সামনে শতাধিক প্রবাসীকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

সৌদি এয়ারলাইন্সের ঘোষণা অনুযায়ী, যাদের ভিসার মেয়াদ কম তাদের আগে টিকিট দেওয়া হচ্ছে। ছুটির দিনসহ গত ১৫ দিন সকাল থেকে রাত পর্যন্ত সৌদি এয়ারলাইন্সের কর্মকর্তারা কাজ করছেন বলে জানা গেছে।

মাগুরা থেকে আসা প্রবাসী মাজেদুর রহমান বলেন, বৃহস্পতিবার আমাকে এসএমএস দিয়ে শুক্রবার আসতে বলেছিল। এজন্যে আজ সকালে এসেছি। টিকিটের জন্যে লাইনে দাঁড়িয়ে আছি।

এদিকে যারা টিকিট পেয়েছেন তাদের বেশ ফুরফুরে মেজাজে দেখা যায়। মনিরুল নামে এক প্রবাসী বলেন, টিকিট পেতে খুব কষ্ট হয়েছে। ভালোভাবে বিদেশে যেতে পারলে এই কষ্ট আর কষ্ট মনে হবে না। পরিবার ভালো থাকলেই সব কষ্ট মুছে যাবে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like