গোপালগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে কাসেদ শেখ (৫০) নামে এক সৌদি প্রাবাসীকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করেছে প্রতিপক্ষের লোকজন। এসময় প্রবাসীর ভাতিজা একিন শেখকেও (২৭) পিটিয়ে ও কুপিয়ে আহত করে তারা।
২০ জানুয়ারি বুধবার সদর উপজেলার বৌলতলী খেয়াঘাট এলকায় এ ঘটনা ঘটে। আহত দুইজন গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত কাসেদ শেখের ছেলে মো. সাজিদ শেখ জানান, আমাদের প্রতিবেশী কলপুর গ্রামের কুটি মিয়া উকিলের ছেলে হুমায়ুন উকিল, টিটু উকিল, পিন্টু উকিল ও হিটু উকিলের সঙ্গে জমি নিয়ে বিরোধ রয়েছে। তারই জের ধরে বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বৌলতলী যাওয়ার পথে খেয়াঘাট এলাকায় হুমায়ুন, টিটু, পিন্টু, হিটু ও রনিসহ বেশ কয়েকজন হামলা চালিয়ে আমার বাবা ও চাচাতো ভাইকে বেধড়ক মারপিট এবং কুপিয়ে জখম করে। এসময় বাবার কাছে থাকা ৭০ হাজার টাকা তারা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা উদ্ধার কারে তাদেরকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হামলাকারীদের বিরুদ্ধে এর আগে ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান সাজিদ।
ভয়েস টিভি/এসএফ