Home প্রবাসী করোনায় আরও এক সৌদি প্রবাসীর মৃত্যু

করোনায় আরও এক সৌদি প্রবাসীর মৃত্যু

by Shohag Ferdaus
মৃতের সংখ্যা

সৌদি আরবের মদিনায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মো. গোরফান (৬০) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। ১১ সেপ্টেম্বর শুক্রবার ভোর ৪টার দিকে দেশটির মদিনা শহরে প্রিন্স আবদুল আজিজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানা গেছে, মৃত মো. গোরফানের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব বেগুনবাড়ি নতুনপাড়া গ্রামে। গোরফানের ছেলে আবদুল হালিম জানান, বাবা সেখানে দীর্ঘদিন ধরে ব্যবসা করতেন।

সরকারি আনুষ্ঠানিকতা শেষে সৌদি সরকারের ব্যবস্থাপনায় সেখানে তার জানাজা ও দাফন আজ হতে পারে বলে জানান তিনি।

ভয়েস টিভি/এসএফ

You may also like