লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের। ১৬ অক্টোবর শুক্রবার সকালে আদিতমারী থানায় এ মামলা দায়ের করা হয়।
মামলায় অভিযুক্ত প্রতিবেশী পবিত্র কুমার ধর্ষক উপজেলার সারপুকুর ইউনিয়নের কান্তেশ্বরপাড়া গ্রামের রণজিৎ কুমারের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, বাবার মৃত্যুর পর ঝিঁয়ের কাজ করে সংসার চালান মা। ১৪ অক্টোবর বুধবার সন্ধ্যায় তার মা ঝিঁয়ের কাজে গেলে বাড়িতে একাই ছিল ওই স্কুলছাত্রী। এ সুযোগে প্রতিবেশী প্রভাবশালী রণজিৎ কুমারের ছেলে পবিত্র কুমার তার ঘরে প্রবেশ করে ধর্ষণ করে। এক পর্যয়ে মেয়েটির চিৎকার শুনে এক দৌড়ে এতে ধর্ষণরত অবস্থায় পবিত্র কুমারকে দেখতে পান। পরে সে পালিয়ে যায়।
এ ঘটনায় ডাকা সালিশ ডাকলে মিমাংসা করতে ব্যর্থ হন স্থানীয়রা। পরে বৃহস্পতিবার রাতে আদিতমারী থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করেন। প্রাথমিক তদন্ত শেষে শুক্রবার সকালে ধর্ষক পবিত্র কুমারের বিরুদ্ধে ধর্ষণ মামলা নথিভুক্ত করে পুলিশ।
ভুক্তভোগীর মা বলেন, দিনভর বৈঠকের কথা বললেও তারা প্রভাবশালী হওয়ায় সবাইকে টাকা দিয়ে থামিয়ে রেখেছে। গরিব মানুষ কাজ না করলে ভাত পাই না। বিচার কিভাবে পাবো? তিনি মেয়ের সম্ভ্রম নষ্টকারীর দৃষ্ঠান্তমুলক শাস্তির দাবি করেন।
অভিযুক্ত পবিত্র কুমার পলাতক থাকলেও তার মা ভারতী রানী বলেন, আমার ছেলের উপর মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল বলেন, ধর্ষিতার দায়ের করা অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার জন্যে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর ধর্ষক পবিত্র কুমার পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।