Home সারাদেশ ধানক্ষেত থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

ধানক্ষেত থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

by Newsroom

সাতক্ষীরা সদর উপজেলার ঝিটকি গ্রামে ধানক্ষেত থেকে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। ৯ অক্টোবর শুক্রবার সকাল ১০ টার দিকে উপজেলার ঝিটকি গ্রাম থেকে এটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।

নিহত হৃদয় মন্ডল ঝিটকি গ্রামের বিকাশ মন্ডলের ছেলে। সে ঝিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে ওই গ্রামের একটি ধানক্ষেতে ছেলেটির মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়া হয়। এরপর পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

নিহতের বাবা বিকাশ মন্ডল জানান, ৮ অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে খেলা করতে গিয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুজি করে না পেয়ে মসজিদে মাইকিং করা হয়েছিল। আজ (শুক্রবার) সকালে থানায় সাধারণ ডায়েরী করার কথা ছিল। এর আগেই ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বাড়িতে খবর দেয়।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন, ধানক্ষেত থেকে স্কুলছাত্রের মরদেহটি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। এখনই বিস্তারিত বলা সম্ভব নয়। তদন্তের স্বার্থে আটকদের নাম বলা সম্ভব হচ্ছে না।

ভয়েস টিভি/এমএইচ

You may also like