Home বিশ্ব স্কুল খুলে দেয়ার কথা বললেন ট্রাম্প

স্কুল খুলে দেয়ার কথা বললেন ট্রাম্প

by Newsroom
রিপাবলিকান

‘অল্প সময়ের জন্য ব্যারনের করোনা হয়েছিল। তবে সে বয়সে তরুণ এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক শক্তিশালী। ফলে তার করোনার সঙ্গে লড়াইয়ের শক্তি রয়েছে। সে এখন সুস্থ। এভাবে লোকজন আক্রান্ত হচ্ছে, আবার সুস্থও হয়ে উঠছে। তাই যুক্তরাষ্ট্রের স্কুলগুলো যত দ্রুত সম্ভব খুলে দেওয়া উচিত।’

আইওয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনি সমাবেশে ১৪ বছর বয়সী পুত্র ব্যারনের করোনা সংক্রমণ নিয়ে কথা বলতে গিয়ে এসব বলেন ট্রাম্প।

কদিন আগেই করোনা থেকে সেরে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৪ অক্টোবর বুধবার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প জানিয়েছেন, তাদের ১৪ বছরের ছেলে ব্যারন-ও করোনা পজিটিভ এসেছিল। তবে পরবর্তী পরীক্ষায় তার করোনা নেগেটিভ আসে। ব্যারন এখন সুস্থ আছে। তার আর কোনও উপসর্গ দেখা যায়নি।

এর আগে গত ২ অক্টোবর প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের করোনা সংক্রমণের খবর সামনে আসে। এরপর তিনদিন ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে চিকিৎসা শেষে হোয়াইট হাউসে ফেরেন ট্রাম্প।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, তার দেহে আর কোভিড-১৯ সংক্রমণ নেই। নিজের শরীরে ইমিউনিটি তৈরি হওয়ারও দাবি করেন তিনি।

হোয়াইট হাউসের প্রকাশ করা বিবৃতিতে ট্রাম্পের ব্যক্তিগত চিকিৎসক ড. সিন কোনলি জানান, অ্যাবোট ল্যাবোরেটরিজের বাইনাক্স অ্যান্টিজেন কার্ড ব্যবহার করে পরপর কয়েক দিনের পরীক্ষায় ট্রাম্পের করোনা পরীক্ষা ফলাফল নেগেটিভ এসেছে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like